প্রত্যক্ষদর্শী জুয়েল হোসেন বলেন,শনিবার দুপুর ১২ টা বাজে। জীবননগর থেকে সিজান পরিবহনটি ছেড়ে আসছিল। আর একই দিক থেকে পানি বোঝাই ভ্যান নিয়ে আসছিল রিগ্যান পানির এস আর শাকিল বিশ্বাস। এ সময় বাসটি পিছন থেকে সজোরে তাকে ধাক্কা দেয়। এতে করে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করেন।
বিষয়টি নিয়ে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন,কোটচাঁদপুর থেকে তাকে যশোরে রেফার্ড করেন। যশোরে চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যু হয়েছে।
শাকিল বিশ্বাস (১৯)। সে কোটচাঁদপুরের জগন্নাথপুর গ্রামের লিটন বিশ্বাসের ছেলে। তাঁরা দুই ভাই বোন। শাকিল পরিবারের বড় ছেলে। সে ছিলেন কোটচাঁদপুর সরকারি কেএমএইচ ডিগ্রি কলেজের এইচএস সি পরিক্ষার্থী। আর একটা মাত্র পরীক্ষা দেয়া বাকি রয়েছে।
রিগ্যান পানির মালিক রিগ্যান বলেন,৩ মাস হল শাকিল আমার পানির বিক্রির এস আরের কাজ করছেন। শনিবার সকালে কারখানা থেকে পানি নিয়ে বিক্রি করতে বের হয়। পথিমধ্যে কোটচাঁদপুর চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আর মাত্র একটি পরীক্ষা বাকি আছে বলে জানিয়েছেন,তাঁর স্বজনরা।
এ ব্যাপার কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। মৃতের লোকজন থানায় আসছে জানতে পারলাম। তারা মামলা করলে,ব্যবস্থা নেয়া হবে।