কোটচাঁদপুরে বিশ্ব ‘মা’ দিবস পালিত

- আপডেট সময় ০৩:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ৪১৫ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ ‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব ‘মা’ দিবস। দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নিরুপমা রায়ের সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল।
মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার, সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী-পেশার নারী। অনুষ্ঠানে সন্তানরা মায়েদের সম্মানার্থে তাদের পা ধুয়ে দেন।
