ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবক নি/হ ত ঘরে বসে কমিটি দেয়ার দিন চলে গেছে: ফয়জুল করিম ময়ূন ব্র্যাকের উদ্যোগে চুইঝাল গাছের চারা বিতরণ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ কক্সবাজার কলেজ ছাত্রলীগের আহবায় মৌলভীবাজার থেকে গ্রে/ফ/তার কুলাউড়ার কৃতি পুলিশ কর্মকর্তা এডিআইজি জালাল চৌধুরী মাছুম’র ইন্তেকাল জুড়ীতে কাভার্ডভ্যান চাপায় ডিগ্রি পরীক্ষার্থী নি হ ত, ভাই আহত ইতালি বিএনপির নেতা আসাহিদকে ছাত্রদলের সংবর্ধনা পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ত্বরিকত সম্মেলন

কোটচাঁদপুর উপজেলা চত্বরে জাতীয় ফল মেলা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ৯৭ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”এই স্লোগানে ঝিনাইদহের কোটচাঁদপুরে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। উপজেলা পরিষদ  চত্বরে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম । উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেনের সভাপতিত্বে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছ: শায়লা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, অতিরিক্ত কৃষি অফিসার নাজমুল সাকিব প্রমুখ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী  অফিসার  বলেন, এই ধরনের মেলার মাধ্যমে আমরা স্থানীয় ফল ও ফলদ বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পারি। শুধু ফল খাওয়ার অভ্যাস গড়লেই হবে না, নিজেরা অন্তত একটি করে ফলের গাছ লাগালে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারব।তিনি আরও বলেন,সরকারের কৃষিবান্ধব নীতি ও মাননীয় প্রধানউপদেষ্টার  ঘোষণা অনুযায়ী ‘কৃষিই সমৃদ্ধি’এই বিশ্বাসে আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি, তবে দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করা সম্ভব।

 

মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাষিরা অংশ নিয়েছেন। তাঁরা দেশীয় ফল যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, ড্রাগন, কলা, লটকন, জলপাই,আমড়া,জামরুল,ছবেদা,সহ নানা রকমের মৌসুমি ফল ও ফলের চারা প্রদর্শন ও বিক্রির জন্য নিয়ে এসেছেন। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের জন্যও আয়োজন করা হয়েছে। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার বলেন, বর্তমানে দেশে অধিকাংশ মানুষ বিদেশি ফলের প্রতি ঝুঁকলেও দেশি ফলেই রয়েছে বেশি পুষ্টিগুণ।

 

কৃষি অফিসের পক্ষ থেকে আমরা প্রতিটি গ্রামে ফলদ গাছ রোপণে চাষিদের উৎসাহ দিয়ে যাচ্ছি।

মেলায় আগত দর্শনার্থীরা জানান, এমন আয়োজন আরও ঘন ঘন হলে ফল সম্পর্কে সচেতনতা যেমন বাড়বে, তেমনি তরুণ প্রজন্ম প্রকৃতির প্রতি আগ্রহী হবে।দেশীয় ফলের প্রচার ও প্রসারে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ১৯ জুন শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে সকলের জন্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুর উপজেলা চত্বরে জাতীয় ফল মেলা

আপডেট সময় ০৭:৫৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

কোটচাঁদপুর প্রতিনিধিঃ “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”এই স্লোগানে ঝিনাইদহের কোটচাঁদপুরে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। উপজেলা পরিষদ  চত্বরে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম । উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেনের সভাপতিত্বে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছ: শায়লা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, অতিরিক্ত কৃষি অফিসার নাজমুল সাকিব প্রমুখ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী  অফিসার  বলেন, এই ধরনের মেলার মাধ্যমে আমরা স্থানীয় ফল ও ফলদ বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পারি। শুধু ফল খাওয়ার অভ্যাস গড়লেই হবে না, নিজেরা অন্তত একটি করে ফলের গাছ লাগালে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারব।তিনি আরও বলেন,সরকারের কৃষিবান্ধব নীতি ও মাননীয় প্রধানউপদেষ্টার  ঘোষণা অনুযায়ী ‘কৃষিই সমৃদ্ধি’এই বিশ্বাসে আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি, তবে দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করা সম্ভব।

 

মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাষিরা অংশ নিয়েছেন। তাঁরা দেশীয় ফল যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, ড্রাগন, কলা, লটকন, জলপাই,আমড়া,জামরুল,ছবেদা,সহ নানা রকমের মৌসুমি ফল ও ফলের চারা প্রদর্শন ও বিক্রির জন্য নিয়ে এসেছেন। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের জন্যও আয়োজন করা হয়েছে। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার বলেন, বর্তমানে দেশে অধিকাংশ মানুষ বিদেশি ফলের প্রতি ঝুঁকলেও দেশি ফলেই রয়েছে বেশি পুষ্টিগুণ।

 

কৃষি অফিসের পক্ষ থেকে আমরা প্রতিটি গ্রামে ফলদ গাছ রোপণে চাষিদের উৎসাহ দিয়ে যাচ্ছি।

মেলায় আগত দর্শনার্থীরা জানান, এমন আয়োজন আরও ঘন ঘন হলে ফল সম্পর্কে সচেতনতা যেমন বাড়বে, তেমনি তরুণ প্রজন্ম প্রকৃতির প্রতি আগ্রহী হবে।দেশীয় ফলের প্রচার ও প্রসারে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ১৯ জুন শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে সকলের জন্য।