ব্রেকিং নিউজ
কোটচাঁদপুর ছাদ থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০২:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ৪৩৩ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ কোটচাঁদপুরে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে আয়রা নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৫ ডিসেম্বর, সোমবার সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আয়রা কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর তেঁতুলতলা পাড়ার আসিফ মেহেদীর একমাত্র কন্যা।
বিষয়টি নিশ্চিত করে প্রতিবেশীরা জানায়, সোমবার দুপুরে শিশুটির বাড়ির পার্শ্ববর্তী একটি বাড়ির ছাদে আয়রাসহ কয়েকজন শিশু খেলা করছিলো। এসময় অসাবধানতা বশত শিশু আয়রা ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে সে মাথায় গুরতর আঘাত পায়। পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় শিশুটি মারা যায়।
এদিকে শিশু আয়রা’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ট্যাগস :























