ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ভুয়া AI ভিডিও নিয়ে সতর্কবার্তা নাসের রহমানের শহীদ ওসমান হাদি স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উদ্বোধন সেনাবাহিনীর অভিযানে মৌলভীবাজারে অ স্ত্র উদ্ধার হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) ৬৮৫তম ওরস ১৫ই জানুয়ারি শ্রীমঙ্গল ৪৬ বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন ২২ জানুয়ারি আসছেন তারেক রহমান প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার ও দলীয় নেতারা মৌলভীবাজারে শত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক বিভাগীয় পর্যায়ের জনসচেতনতামূলক কর্মশালা আগামী নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে কুয়াশা ভেদ করে দৌড়: প্রকৃতির কোলে রাজকান্দি হিল ২৫কে ম্যারাতন —– বিজিত দত্ত

কোটচাঁদপুর দুর্বৃত্তের দেওয়া বিষে পুড়লো কৃষকের কচুর ক্ষেত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ২৩৮ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ চাচা ভাতিজির দ্বন্দে বিষে পুড়ল চাষির দেড় বিঘা ইরি কচুর ফসল। ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর-সাবদারপুর সড়কের পাশের কুশকুড়ির মাঠে। এতে করে পাঁচ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ওই চাষির। বিষয়টি নিয়ে সোমবার থানায় জিডি করেছেন তিনি।

সরেজমিনে দেখা যায় , কোটচাঁদপুর – সাবদারপুর সড়কের পাশের কুশকুড়ির মাঠ এটি।  শাহজামাল খান এ মাঠের ২ বিঘা জমি কিনেছেন  বাবু খান ও তামিমা তৈয়ব্যা খানের কাছ থেকে । এরপর থেকে তিনি ভোগদখল করে কচুর চাষ করেছেন। যা গেল ২৬-০৬-২৫ তারিখে তামিমা খানের নির্দেশে ওই জমিতে ঘাস পোড়ানো বিষ প্রয়োগ করা হয় যার ফলে পুড়ে গেছে সব কচু গাছ। যাতে করে ওই চাষির পাঁচ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

ভুক্তভোগী চাষি শাহজামাল খাঁন বলেন, আমি বাবু খান ও তাঁর ভাজিজি তামিমা তৈয়ব্যা খানের কাছ থেকে ২ বিঘা জমি কিনে দেড় বছর ধরে  ভোগ দখল করে আসছি। বর্তমানে ওই জমিতে আমি ইতি কচুর চাষ করেছি। তারা তাদের পারিবারিক দ্বন্দে তামিমা তৈয়ব্যা খান লেবার দিয়ে আমার কচুর জমিতে বিষ প্রয়োগ করেন। এতে করে আমার দেড় বিঘা জমিতে থাকা কচুর গাছ পুড়ে গেছে। বিষয়টি নিয়ে সোমবার থানায় জিডি করেছেন বলে জানিয়েছেন  তিনি।

আপনার সঙ্গে ওনাদের কোন শত্রুতা আছে কি, এমন প্রশ্নে তিনি বলেন, না তাদের সঙ্গে আমার কোন শত্রুতা নাই। তারা  তাদের পারিবারিক দ্বন্দ আমার উপর প্রয়োগ করছেন।
প্রত্যক্ষদর্শী আব্দুস ছামাদ বলেন, ওইদিন আমি জমিতে কাজ করছিলাম। হঠাৎ স্প্রে মেশিন নিয়ে দুপুরে ২/৩ জন পুরুষ ও একজন নারী আসেন। এরপর তারা কচুর জমিতে স্প্রে করতে থাকেন। তবে আমি তাদের নাম পরিচয় জানিনা। তামিমা তৈয়বা খান বলেন, বাবু খান আমার চাচা। চাচা আমাদের কাছ থেকে ওই জমি লিজ নিয়েছিল। জানতে পারি তিনি তাঁর অংশের জমি বিক্রি করেছেন মনিরুল ইসলাম খানের কাছে। আর দখল দিয়েছেন আমাদের অংশের জমি। বিষয়টি বর্তমান জমির মালিকানা দাবিদারদের বলেছি জমিটি ছেড়ে দিতে। এরপরও তারা জমি ছেড়ে না দিয়ে একের পর এক চাষ করেই যাচ্ছেন। এ কারনে কচুর ক্ষেতে বিষ প্রয়োগ করা হয়েছে।
তিনি বলেন, আর আমি শাহজামাল খান কে  চিনি না। ওনার সঙ্গে আমার কোন লেনদেনও নাই। আমি মনিরুল ইসলাম খান কে চিনি।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ভুক্তভোগী থানায় জিডি করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুর দুর্বৃত্তের দেওয়া বিষে পুড়লো কৃষকের কচুর ক্ষেত

আপডেট সময় ০৯:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

কোটচাঁদপুর প্রতিনিধিঃ চাচা ভাতিজির দ্বন্দে বিষে পুড়ল চাষির দেড় বিঘা ইরি কচুর ফসল। ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর-সাবদারপুর সড়কের পাশের কুশকুড়ির মাঠে। এতে করে পাঁচ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ওই চাষির। বিষয়টি নিয়ে সোমবার থানায় জিডি করেছেন তিনি।

সরেজমিনে দেখা যায় , কোটচাঁদপুর – সাবদারপুর সড়কের পাশের কুশকুড়ির মাঠ এটি।  শাহজামাল খান এ মাঠের ২ বিঘা জমি কিনেছেন  বাবু খান ও তামিমা তৈয়ব্যা খানের কাছ থেকে । এরপর থেকে তিনি ভোগদখল করে কচুর চাষ করেছেন। যা গেল ২৬-০৬-২৫ তারিখে তামিমা খানের নির্দেশে ওই জমিতে ঘাস পোড়ানো বিষ প্রয়োগ করা হয় যার ফলে পুড়ে গেছে সব কচু গাছ। যাতে করে ওই চাষির পাঁচ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

ভুক্তভোগী চাষি শাহজামাল খাঁন বলেন, আমি বাবু খান ও তাঁর ভাজিজি তামিমা তৈয়ব্যা খানের কাছ থেকে ২ বিঘা জমি কিনে দেড় বছর ধরে  ভোগ দখল করে আসছি। বর্তমানে ওই জমিতে আমি ইতি কচুর চাষ করেছি। তারা তাদের পারিবারিক দ্বন্দে তামিমা তৈয়ব্যা খান লেবার দিয়ে আমার কচুর জমিতে বিষ প্রয়োগ করেন। এতে করে আমার দেড় বিঘা জমিতে থাকা কচুর গাছ পুড়ে গেছে। বিষয়টি নিয়ে সোমবার থানায় জিডি করেছেন বলে জানিয়েছেন  তিনি।

আপনার সঙ্গে ওনাদের কোন শত্রুতা আছে কি, এমন প্রশ্নে তিনি বলেন, না তাদের সঙ্গে আমার কোন শত্রুতা নাই। তারা  তাদের পারিবারিক দ্বন্দ আমার উপর প্রয়োগ করছেন।
প্রত্যক্ষদর্শী আব্দুস ছামাদ বলেন, ওইদিন আমি জমিতে কাজ করছিলাম। হঠাৎ স্প্রে মেশিন নিয়ে দুপুরে ২/৩ জন পুরুষ ও একজন নারী আসেন। এরপর তারা কচুর জমিতে স্প্রে করতে থাকেন। তবে আমি তাদের নাম পরিচয় জানিনা। তামিমা তৈয়বা খান বলেন, বাবু খান আমার চাচা। চাচা আমাদের কাছ থেকে ওই জমি লিজ নিয়েছিল। জানতে পারি তিনি তাঁর অংশের জমি বিক্রি করেছেন মনিরুল ইসলাম খানের কাছে। আর দখল দিয়েছেন আমাদের অংশের জমি। বিষয়টি বর্তমান জমির মালিকানা দাবিদারদের বলেছি জমিটি ছেড়ে দিতে। এরপরও তারা জমি ছেড়ে না দিয়ে একের পর এক চাষ করেই যাচ্ছেন। এ কারনে কচুর ক্ষেতে বিষ প্রয়োগ করা হয়েছে।
তিনি বলেন, আর আমি শাহজামাল খান কে  চিনি না। ওনার সঙ্গে আমার কোন লেনদেনও নাই। আমি মনিরুল ইসলাম খান কে চিনি।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ভুক্তভোগী থানায় জিডি করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।