কোটচাঁদপুর বিশিষ্ট ব্যাক্তিবর্গের সম্মাননা স্মারক প্রদান করেছেন শিশু নিলয় ফাউন্ডেশন
- আপডেট সময় ১১:৪২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ০ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ ১১ বছরের ধারাবাহিকতায় এ বছরও বিশিষ্ট ব্যাক্তিবর্গের সম্মাননা স্মারক প্রদান করেছেন শিশু নিলয় ফাউন্ডেশন।
মঙ্গলবার বিকেলে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠিক ভাবে এ সম্মাননা স্মারক প্রদান হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,শিশু নিলয় ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসুচীর আওতায় ২০১৪ সাল থেকে
উপজেলা পর্যায়ে বিশিষ্ট ব্যক্তি বর্গের সম্মাননা প্রদান করে আসছে সংস্থ্যাটি। এর ধারাবাহিকতায় মঙ্গলবার কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। যার মধ্যে সমাজসেবক হিসেবে আলী আকবর,বিশিষ্ট সাংবাদিক হিসেবে সুব্রত কুমার, রোকনুজ্জামান ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হিসেবে ইউনুস আলী মোল্লা,শিক্ষক মফিজুর রহমান ও মশিয়ার রহমান । এ ছাড়া যুব সম্মাননা স্মারক পান শিমুল হাসান,শাকিল খান, উজ্জাল হোসেন,যুব মহিলা হিসেবে পান, সুমি খাতুন, সাদিয়া ইসলাম,সাথী আনতারা।
এ ছাড়া ওই অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয় তারুণ্যের উৎসবে আয়োজিত খেলায় বিজয়িদের মাঝেও।
এ সময় উপস্থিত ছিলেন,অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলুহরের শেখ মোজাফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান,শিশু নিলয় ফাউন্ডেশনের সমন্বয়কারী বজলুর রশিদ,ম্যানেজার রাকিবুল হাসান,জোনাল হিসাব রক্ষক নুরুল আমিন, সহকারি উপজেলা প্রগাম অফিসার সবুজ আহম্মেদ, স্বাস্থ্য কর্মকর্তা মোতালেব হোসেন।




















