ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কবি, লেখক, সাহিত্যিক পাঠক সম্মননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসানের জামিন দুই দিনব্যাপী “নির্বাচন কালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে বীর মুক্তিযুদ্ধা মোতাহার হোসেন স্মরণে নাগরিক শোক ও স্মরণ সভা মৌলভীবাজারে-৩১ প্রার্থী, মনোনয়ন বৈধ প্রার্থী-২৬, বাতিল- ৫ রাস্তাঘাট সংস্কার,সুপেয় পানি, স্বাস্থ্যসেবা,পর্যটন ও শিক্ষায় মৌলভীবাজারকে এগিয়ে নেবো—এম নাসের রহমান খালেদা জিয়া জাতিকে মুক্তির পথ দেখিয়ে গেছে’ শ্রীমঙ্গলে দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি নেতা মহসিন মিয়া মধু কুয়াশা ভেদ করে দৌড়ের উচ্ছ্বাস মৌলভীবাজারে বেঙ্গল কনভেনশন হাফ ম্যারাথন মৌলভীবাজারে দেশনেত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

কোটচাঁদপুর মেডিকেলে ভর্তির সুযোগ  ৫ শিক্ষার্থীর 

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • / ৫৫৮ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর  প্রতিনিধিঃ  মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করে উর্ত্তীন্ন হয়েছেন কোটচাঁদপুরের  ৫ শিক্ষার্থী। এরমধ্যে রয়েছে ২ জন ছাত্র আর ৩ জন ছাত্রী। এ খবরে খুশির আমেজ বইছে ওইসব পরিবারে।
সংশ্লিস্ট সুত্রে জানা যায়, এ বছর মেডিকেলে ভর্তি পরীক্ষা গেল ১০ মার্চ অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ হয় ১২ মার্চ। এ বছর কোটচাঁদপুর থেকে ২০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেন। এরমধ্যে ৫ জন উর্ত্তীন্ন হয়েছে।
যার মধ্যে রয়েছে দয়িতা সিংহ,সে কোটচাঁদপুর বাজার পাড়ার স্বপন সিংহের মেয়ে। দয়িতা ঢাকার স্যার সলিমুল্লা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ অর্জন করেছেন,সিফাত ইসলাম সুযোগ পেয়েছেন যশোর মেডিকেল কলেজে। সে সলেমানপুর পালপাড়ার সিরাজুল ইসলামের ছেলে, নিলুফার ইয়াসমিন লিয়া, রাজশাহী মেডিকেল কলেজ,সে  সেনাবাহিনী অনারী লেফটেন্ট হাবিবুর রহমানের মেয়ে,আমজাত হোসেনের মেয়ে হাবিবা গুলশানারা,সুযোগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজে আর অভিজিৎ রায় খুলনা মেডিকেলে। সে সলেমানপুর প্রশান্ত রায়ের ছেলে।
এ খবরে খুশির আমেজ বইছে পরিবারগুলোয়। এ বিষয়ে সিফাতের পিতা সিরাজুল ইসলাম বলেন, আমার অনেক দিনের স্বপ্ন পূরনের একধাপ এগিয়েছে আমার ছেলে। কস্টের অনেকটা ভুলতে শুরু করেছি।আর এ কস্টো শেষ হবে ডাক্তারি পাশ করে বের হবার পর।
তিনি বলেন, খবরটি পাবার পর শুধু আমার পরিবার না, প্রতিবেশীরাও বেশ খুশি হয়েছেন। অনেকে শুভ কামনা জানাতে বাড়িতে ও আসছেন। এ ছাড়া সোশ্যাল মিডিয়া তো আছেই।
ভাল ফল পাবার পর অভিজিৎ রায় প্রতিক্রিয়ায় বলেন,ফলাফলে খুব খুশি হয়েছি। এ ছাড়া আমার ভাল ফলের কারনে খুশি হয়েছেন প্রতিবেশী ও শুভাকাক্ষিরাও। কোন ছাত্র ভাল ফল পেতে করনীয় কি,এমন প্রশ্নে তিনি বলেন,অধ্যাবয়াই আর নিয়মিত অধ্যাবয়াই এনে দিতে পারে ভাল ফল।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুর মেডিকেলে ভর্তির সুযোগ  ৫ শিক্ষার্থীর 

আপডেট সময় ০৪:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
কোটচাঁদপুর  প্রতিনিধিঃ  মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করে উর্ত্তীন্ন হয়েছেন কোটচাঁদপুরের  ৫ শিক্ষার্থী। এরমধ্যে রয়েছে ২ জন ছাত্র আর ৩ জন ছাত্রী। এ খবরে খুশির আমেজ বইছে ওইসব পরিবারে।
সংশ্লিস্ট সুত্রে জানা যায়, এ বছর মেডিকেলে ভর্তি পরীক্ষা গেল ১০ মার্চ অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ হয় ১২ মার্চ। এ বছর কোটচাঁদপুর থেকে ২০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেন। এরমধ্যে ৫ জন উর্ত্তীন্ন হয়েছে।
যার মধ্যে রয়েছে দয়িতা সিংহ,সে কোটচাঁদপুর বাজার পাড়ার স্বপন সিংহের মেয়ে। দয়িতা ঢাকার স্যার সলিমুল্লা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ অর্জন করেছেন,সিফাত ইসলাম সুযোগ পেয়েছেন যশোর মেডিকেল কলেজে। সে সলেমানপুর পালপাড়ার সিরাজুল ইসলামের ছেলে, নিলুফার ইয়াসমিন লিয়া, রাজশাহী মেডিকেল কলেজ,সে  সেনাবাহিনী অনারী লেফটেন্ট হাবিবুর রহমানের মেয়ে,আমজাত হোসেনের মেয়ে হাবিবা গুলশানারা,সুযোগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজে আর অভিজিৎ রায় খুলনা মেডিকেলে। সে সলেমানপুর প্রশান্ত রায়ের ছেলে।
এ খবরে খুশির আমেজ বইছে পরিবারগুলোয়। এ বিষয়ে সিফাতের পিতা সিরাজুল ইসলাম বলেন, আমার অনেক দিনের স্বপ্ন পূরনের একধাপ এগিয়েছে আমার ছেলে। কস্টের অনেকটা ভুলতে শুরু করেছি।আর এ কস্টো শেষ হবে ডাক্তারি পাশ করে বের হবার পর।
তিনি বলেন, খবরটি পাবার পর শুধু আমার পরিবার না, প্রতিবেশীরাও বেশ খুশি হয়েছেন। অনেকে শুভ কামনা জানাতে বাড়িতে ও আসছেন। এ ছাড়া সোশ্যাল মিডিয়া তো আছেই।
ভাল ফল পাবার পর অভিজিৎ রায় প্রতিক্রিয়ায় বলেন,ফলাফলে খুব খুশি হয়েছি। এ ছাড়া আমার ভাল ফলের কারনে খুশি হয়েছেন প্রতিবেশী ও শুভাকাক্ষিরাও। কোন ছাত্র ভাল ফল পেতে করনীয় কি,এমন প্রশ্নে তিনি বলেন,অধ্যাবয়াই আর নিয়মিত অধ্যাবয়াই এনে দিতে পারে ভাল ফল।