ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুর  রথের মেলায় এসে খোয়া গেলো শখের মোটরসাইকেল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • / ২৭১ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর  প্রতিনিধিঃ ঝিনাইদহ কোটচাঁদপুর  রথের মেলায় বেড়াতে এসে  এক যুবকের ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল চুরি হয়ে গেছে।

(১জুলাই) বিকালে পৌর শহরের সলেমানপুর রথখোলা প্রাইমারী স্কুলের পিছন থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।ভুক্তভোগী যুবকের নাম মোঃ মেহেদি হাসান (১৯)।

তিনি জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের মোঃ জমির উদ্দীনের ছেলে। ভুক্তভোগী মেহেদী হাসান জানান, শুক্রবার বিকাল বেলা আমার দুই-বন্ধুর সাথে নিয়ে বাড়ি থেকে বের হই। কোটচাঁদপুর পৌর শহরের সলেমানপুর রথখোলার রথের মেলা  দেখার উদ্দেশ্য এসেছিলাম। মেলায়  পৌঁছে মোটরসাইকেটি রথখোলার প্রাইমারী স্কুলের পিছনে রেখে  তিন’বন্ধু মেলার ভেতরে প্রবেশ করি ।এর কিছু পরে বাইরে এসে দেখলাম আমার মোটরসাইকেলটি সেই স্হানে নেই। প্রায় তিন মাস আগে জীবননগর বাজারের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি কিনেছিলাম  বলেও জানান তিনি।

তিনি আরো জানান আমার ব্যবহৃত পালসার ১৫০ সিসি কালো রংয়ের লাল বর্ডার,যাহার চ্যাসিস নং PSUAIICYXMTF21723,ইঞ্জিন নং DHXCMD28880 নতুন গাড়ী রেজিষ্ট্রেশন করা হয়নি। এবিষয়ে কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুর  রথের মেলায় এসে খোয়া গেলো শখের মোটরসাইকেল

আপডেট সময় ০৮:৩৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২

কোটচাঁদপুর  প্রতিনিধিঃ ঝিনাইদহ কোটচাঁদপুর  রথের মেলায় বেড়াতে এসে  এক যুবকের ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল চুরি হয়ে গেছে।

(১জুলাই) বিকালে পৌর শহরের সলেমানপুর রথখোলা প্রাইমারী স্কুলের পিছন থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।ভুক্তভোগী যুবকের নাম মোঃ মেহেদি হাসান (১৯)।

তিনি জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের মোঃ জমির উদ্দীনের ছেলে। ভুক্তভোগী মেহেদী হাসান জানান, শুক্রবার বিকাল বেলা আমার দুই-বন্ধুর সাথে নিয়ে বাড়ি থেকে বের হই। কোটচাঁদপুর পৌর শহরের সলেমানপুর রথখোলার রথের মেলা  দেখার উদ্দেশ্য এসেছিলাম। মেলায়  পৌঁছে মোটরসাইকেটি রথখোলার প্রাইমারী স্কুলের পিছনে রেখে  তিন’বন্ধু মেলার ভেতরে প্রবেশ করি ।এর কিছু পরে বাইরে এসে দেখলাম আমার মোটরসাইকেলটি সেই স্হানে নেই। প্রায় তিন মাস আগে জীবননগর বাজারের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি কিনেছিলাম  বলেও জানান তিনি।

তিনি আরো জানান আমার ব্যবহৃত পালসার ১৫০ সিসি কালো রংয়ের লাল বর্ডার,যাহার চ্যাসিস নং PSUAIICYXMTF21723,ইঞ্জিন নং DHXCMD28880 নতুন গাড়ী রেজিষ্ট্রেশন করা হয়নি। এবিষয়ে কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।