কোটচাঁদপুর শহরের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ভষ্মিভূত
- আপডেট সময় ০৫:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ০ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ভষ্মিভূত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, বাঁশ কাঠ ও টিন দিয়ে নির্মিত পাশাপাশি দুটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি ছিল চটের বস্তা ও পুরানো কাগজের দোকান অপরটি ফুসকা চটপটির দোকান। রাতে ব্যবসা প্রতিষ্ঠান দুটি বন্ধ থাকা অবস্থায় আশপাশের লোকজন চটের বস্তা ও পুরানো কাগজের দোকান থেকে ধোয়া বের হতে দেখে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠান দুটি ভস্মিভূত হয়ে যায়। এ সময় পুরো শহর বিদ্যুৎ শূন্য হয়ে পড়ে। কোটচাঁদপুর ও মহেশপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হাসেম জানান, কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে তাদেরকে বেগ পেতে হয়েছে। তিনি বলেন ব্যবসা প্রতিষ্ঠান দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকার মত হতে পারে। এসময় পুলিশ ও সেনাবাহিনী ফায়ার সার্ভিস কর্মীদের কাজের সহায়তা করেন।
চটের বস্তা ও পুরানো কাগজের দোকান মালিক তৌহিদ অভিযোগ করেন- পরিকল্পিত ভাবে আমাদের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। গত দু’বছর আগেও একইভাবে রাতে আমার দোকানে আগুন ধরিয়ে দিলে পাশাপাশি চারটি দোকান আগুনে ভষ্মিভূত হয়ে যায়। সে বিচার প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দিলেও তার প্রতিকার পাইনি। আজ আবারও আমার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি ব্যবসা কেন্দ্রিক দ্বন্দ্বে আরেক চটের বস্তা দোকানদারকে এই আগুনের ঘটনায় দোষারোপ করেন। আগুনে ভস্মিভূত চটপটি ও ফুসকা দোকানদার সাজ্জাদ হোসেন বলেন- গত দু বছরে দুইবার আগুন লেগেছে এখানে। কিভাবে আগুন লাগছে জানিনা। এবার আমি নিঃস্ব হয়ে গেছি।






















