কোটচাঁদপুর শিল্পকলা একাডেমির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

- আপডেট সময় ০৩:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ৪৩০ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর শিল্পকলা একাডেমির উদ্দগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৭ এপ্রিল) সোমবার সন্ধায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের পৌর শিল্পকলা একাডেমির নিজস্ব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির সভাপতি ও পৌর সভার মেয়র সহিদুজ্জামান সেলিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, প্রগতিশীল নাগরিক সমাজের সভাপতি আগা খাঁন,পৌর সভায় কাউন্সিলর খায়রুল ইসলাম, একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ রানা,সাংবাদিক মইন উদ্দিন খান, এস এম রায়হান উদ্দিন, আব্দুল্লাহ বাশার প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন চৌগাছা স্টান্ড জামেমসজিদের ইমাম মাওলানা নুরুন্নবী আশিকী। ইফতার ও দোয়া অনুষ্ঠানে মুসল্লী, গন্য মান্য ব্যাক্তি বর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
