ব্রেকিং নিউজ
কোটচাঁদপুর ১৮তম জুমাতুল হুজ্জাজ সম্মেলন
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ৩১৩ বার পড়া হয়েছে

কোটচাঁদপুরে প্রতিনিধি ঃ ঝিনাইদহ কোটচাঁদপুরে গতকাল শনিবার উপজেলার হাজি সমিতির ১৮তম বার্ষিকজুমাতুল হুজ্জাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে এই সম্মেলনে উপজেলার হাজি সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রসুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনিসুজ্জামান মান্নু সঞ্চালনায় শতাধিক হাজি অংশগ্রহণ করে।
এ সময় সম্মেলনে বক্তব্য রাখেন হাজি মোঃ শাহাজান আলী , হাজি মোঃ আমিরুল ইসলাম, ও হাজি মোঃ আমিন উদ্দিন খান সহ বিভিন্ন হাজি গণ ।
এসময় বক্তব্যে তারা বাইতুল্লা শরীফে তোয়াবকারী হাজি গণ কে পরম সৌভাগ্যবান উল্লেখ করে বাইতুল্লা শরীফে শপথের কথাটি স্মরন করেন। পরে হাজিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন সম্পূর্ণ করা হয়। সম্মেলনে হাজী সমিত পুরাতন কমেটি দায়িত্ব পালন করেন বলে সকল হাজিগণের মতামত গৃহীত হয়।
ট্যাগস :























