ব্রেকিং নিউজ  
                            
                            খাটের নিচে বিদেশি মদের ডিপো!
 
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ১০:২৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ৩৬৮ বার পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জে এক নারীর খাটের নিচ থেকে বিদেশি মদের (অফিসার্স চয়েজ) অর্ধশতাধিক বোতল জব্দ করেছে পুলিশ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে জকিগঞ্জ থানাপুলিশের একটি দল উপজেলার কাজলসার ইউনিয়নের চারিগ্রামের রিনা বেগমের (৪৮) বসতঘরে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিনা বেগমের শয়নকক্ষের খাটের নিচ থেকে ৫৭ বোতল অফিসার্স চয়েজ জব্দ করা হয়েছে।
মামলা দায়েরপূর্বক রিনাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
 
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                             
																			


















