গার্লস গ্রুপ অব মৌলভীবাজার গেট টুগেদার জমকালো মিলন মেলা
- আপডেট সময় ০৮:২৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ৪৬৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ গার্লস গ্রুপ অব মৌলভীবাজার গেট টুগেদার জমকালো মিলন মেল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেল এন্ড রেস্টুরেন্টে গার্লস গ্রুপ অফ মৌলভীবাজার ব্যতিক্রমি আয়োজনে কয়েকশো নারীদের উপস্থিতে জমকালো মিলন মেলার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ঝর্না চৌধুরী সঞ্চালনায় ও লুবনা চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব ফজলুর রহমান পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন নুরজান সোহারা, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউস্সিলর সালেহ আহমদ পা্প্পু।
অনুষ্টনে ছিল বিভিন্ন স্থান থেকে ৩ শতাধিক দেশী ও বিদেশী নারীদের আগমনে মুখরিত হয় অনুষ্টানটি। সেই সাথে খাবার দাবার ও মনোজ্ঞ সাংস্তৃতিক অনুষ্টান মালা ও ছিল।
জানা গেছে, গার্লস গ্রুপ অব মৌলভীবাজার গেট টুগেদার সংগঠনটি ২০১২ সালে জন্ম লাভ করে। পরবর্তীতে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও আর্ত মানবনায় সেবায় কাজ করে আসছে।