গৃহবধূকে নির্যাতন ভিডিও ভাইরাল,স্বামী গ্রেপ্তার
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ১০:৪১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ৮৮৮ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ইফতার সামগ্রী তৈরি নিয়ে স্বামী ও শ্বশুরের নির্যাতনের শিকার হয়েছেন এক নারী। ওই নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সোমবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোজিনার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে জানান, সোমবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের গৃহিণী রোজিনা বেগম ইফতার সামগ্রী তৈরি করা নিয়ে স্বামী আব্দুস সালাম ও শ্বশুর শফিক মিয়া দ্বারা নির্যাতনের শিকার হন। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, সোমবার রাতে পুলিশের সহায়তায় স্বজনরা রোজিনা বেগমকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রোজিনা বেগমের ভাই বাবুল মিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। রোজিনার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)