ঘরে বসে কমিটি দেয়ার দিন চলে গেছে: ফয়জুল করিম ময়ূন

- আপডেট সময় ১২:০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ “ঘরে বসে কমিটি দেয়ার দিন চলে গেছেবিএনপির নেতৃত্বে আসতে হলে এখন ভোটের জন্য ঘরে ঘরে যেতে হচ্ছে।” এমন মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন।
তিনি বলেন,“বিএনপির নেতৃত্ব নির্বাচন করবেন তৃণমূলের নেতা-কর্মীরা। এতে লাভ হল কি আমরা ঘরে বসে আর পকেট কমিটি দিলাম না। সব চেয়ে বড় যে লাভ হয়েছে – দলের প্রেসিডেন্ট সেক্রেটারী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হতে হলে প্রার্থীদের আগে যেতে হবে আগে তৃণমূল পর্যায়ে। এটা আগে কোন দিন হয়নি। এর মাধ্যমে নেতাদের সাথে তৃণমূলের নেতাকর্মীদের সম্পর্কের গভীরতা সৃষ্টি হচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীদের কাজ না করলে কথা না শুনলে নেতা হওয়ার আর সুযোগ থাকবে না। যারাই কাউন্সিলের মাধ্যমে গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচিত হবেন তারা সবাই তৃণমূলের সুখে দু:খে পাশে থাকবেন। এই যে কাউন্সিলের মাধ্যমে নেতাদের সম্পর্কের সৃষ্টি হবে এর মাধ্যমে বিএনপির সমমনা মানুষ দল চাঙা হবে।
ময়ূন আরও বলেন,আগে আমরা পৌরসভার ওয়ার্ড থেকে এত বড় মিছিল দেখিনি। আগে আসতো বিচ্ছিন্ন ভাবে আসতো। মাঝখানে ছিলই না। দলে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হওয়ায় আজ এখন আর সেই বিএনপি নয়। এখনের বিএনপি তার নিজের পায়ে দাঁড়িয়েছে। আর সেটা হয়েছে শুধু মাত্র আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বদৌলতে। গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচনের সিস্টেম টি তিনি তৈরি করে দিয়েছেন।
তিনি স্মরণ করিয়ে দেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি কথা বলতেন আই মেইক পলিটিক্স ডিফিকাল্ট। এ ডিফিকাল্ট কি তাঁর সুনাম ধন্য ছেলে তারেক রহমান আমাদের জেলা ব্যাপী বিএনপির নেতৃত্ব নির্বাচনে কাউন্সিলের সুব্যবস্থা করে দেয়ার কারণে আজকে আমরা আর ঘরে বসে থাকতে পারি না। কোনো ক্যান্ডিডেট ঘরে থাকতে পারেন না। সভাপতি – সেক্রেটারি হতে নেতা কর্মীদের কাছে ভোটের জন্য ঘরে ঘরে যেতে হচ্ছে। আর এটাই হচ্ছে পলিটিক্স ডিফিকাল্ট। ঘরে বসে চেয়ারে বসে কমিটি দেয়ার এসমস্ত দিন চলে গেছে। এখন আর এগুলো নেই। থাকবেও না। আমরা ছয়টি উপজেলায় দেখছি যে সিস্টেমে কমিটি করা হয়েছে অনেককে আগে মূল্যায়ন করা হয়নি কিন্তু তিনি এখন ভোটে নির্বাচিত হয়ে নেতৃত্বে আসছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জাতীয়তাবাদী সৈনিক দল মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক মো. বদরুল আলম নোমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল, আনিসুজ্জামান বায়েস। এছাড়া সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
