1. mrrahel7@gmail.com : Admin : Mahbubur Rahel
  2. samadpress96@gmail.com : Samad Ahmed : Samad Ahmed
চট্টগ্রাম ইয়াবা ও পিকআপ ভ্যানসহ  আটক-২ | moulvibazar24.com
বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ০১:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম ইয়াবা ও পিকআপ ভ্যানসহ  আটক-২

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মে, ২০২১

স্টাফ রিপোর্টারঃ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ১৭০০(এক হাজার সাতশত)পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১টি একটি  পিক আপ ভ্যান গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৫-৮৩১৪ সহ গ্রেফতার ২জন।

সঙ্গলবার (১১ মে) দুপুরে  চন্দনাইশ থানার এসআই(নি:)/মোহাম্মদ মাজহারুল হক সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১,৭০০(এক হাজার সাতশত)পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৫-৮৩১৪ সহ আসামী ১। মোঃ হিমু(২৪), পিতা-ওসমান গনি, মাতা-সেলিনা বেগম, সাং-লসকর বাড়ী(রক্ষিত পাড়া), ৬নং ওয়ার্ড, কোলা ইউপি, থানা-সিরাজদি খান, জেলা-মুন্সীগঞ্জ, ২। নাজমুল হোসেন(২২), পিতা-জসিম উদ্দিন, মাতা-তাসলিমা বেগম, সাং-মাঝি বাড়ী(নাগের পাড়া), ৮নং ওয়ার্ড, নাগের পাড়া ইউপি, থানা-গোসাইর হাট, জেলা-শরিয়তপুরদ্বয়কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে চন্দনাইশ থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরোও নিউজ