ব্রেকিং নিউজ
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৭:২০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ৪৩৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন উত্তরভাগ চা বাগানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩১ আগস্ট) সকালে উত্তরভাগ চা বাগানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), সিলেট বিভাগ, সিলেট, ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অন্যান্যের মধ্যে ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার, রাজনগর উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) মিজ সানজিদা আক্তার, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়, উত্তরভাগ ইউনিয়নের চেয়াম্যান দীগেন্দ্র চন্দ্র সরকার, উত্তরভাগ চা বাগানের জেনারেল ম্যানেজার শাহেদুর রহমান প্রমুখ।
চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে মতবিনিময় সভায় উত্তরভাগ ইউনিয়নের চা শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
ট্যাগস :