চা শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ১১:৪২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ৪৫৬ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্স শুরু হয়েছে।
আজ শনিবার বিকেল ৪টায় সিলেটের চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শুরু হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানের মাঠে এখন চা শ্রমিকদের আনন্দ উল্লাস চলছে। সবার প্রতীক্ষা প্রধানমন্ত্রীকে মনের কথা বলবেন।
চা শ্রমিক মুক্তা তাঁতি জানান, বঙ্গবন্ধু তো সব চা শ্রমিকের জন্য অনেক কিছু করেছেন। এইবার তার মেয়ে, দেশের প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বলবেন। এটা সব চা শ্রমিকের জন্য আনন্দের।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তাদের মুখ থেকে শুনবেন সুখ দুঃখের কথা। এতে আনন্দে উদ্বেলিত চা শ্রমিকেরা। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় তারা।
এদিকে, দুপুর থেকেই হাজারো চা শ্রমিক পাত্রখলা চা বাগানের মাঠে জড়ো হয়েছেন বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
এই আয়োজন সফল করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি নেয়া হয়েছে।
জেলার চা শ্রমিকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)