ব্রেকিং নিউজ  
                            
                            চিল পাখির আক্রমণে স্কুলছাত্রী আহত
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০৩:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
 - / ২৪৭৩ বার পড়া হয়েছে
 

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সবাই বলতো চিলে কান নিয়েছে এবার মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ফাতেহা আক্তার মিম (১৬) চিল (ঈগল) পাঁখির আক্রমণে আহত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষের সম্মুখে এ ঘটনাটি ঘটে।
হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম জানান স্কুলের পিছনে মেহগনি গাছে একটি চিল (ঈগল) পাখি বাসা করে। স্কুলের নতুন ভবনের ৪ তলা বারান্দায় ছাত্রীরা হাটাহাটি করছিল। এ সময় হঠাৎ একটি চিল পাঁখি মিমের চোখে ঝাপটা মেরে তারা বাম চোখে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার মাতারকাপন চক্ষু হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তার চোখের টিসু কেটে গেছে।
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            
																			












