ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার দাফন সম্পন্ন
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৬:১৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ৩১২ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: ছাত্রকে বিয়ে করা নাটোরের খুবজীপুর এম হক কলেজের শিক্ষিকা খাইরুন নাহারের দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (১৪ আগস্ট) এশার নামাজের আগে বাবার বাড়ি গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় গ্রামে জানাজা শেষে খামার নাচকৈড় কবরস্থানে ওই শিক্ষিকাকে দাফন করা হয়।
এর আগে এক ছেলের জননী খায়রুন নাহারের ডিভোর্স হয়েছিল আগের স্বামীর সঙ্গে। পরে ছয় মাসের প্রেমের পর গত বছরের ১২ ডিসেম্বর কাজী অফিসে গিয়ে মামুনকে বিয়ে করেন।
বিয়ের ৬ মাস পর গত জুলাই মাসে ঘটনাটি এলাকায় জানাজানি হলে বেশ আলোচনা-সমালোচনা হয়। এরপর রোববার ভোরে ভাড়া বাসা থেকে ৪২ বছর বয়সী খায়রুন নাহারের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২৩ বছর বয়সী মামুন হোসেনকে আটক করেছে পুলিশ।
নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সামিউল ইসলাম শান্ত গণমাধ্যমকে জানান, নাটোরের শিক্ষিকা খায়রুন নাহার ‘ফাঁসিতে আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিক পরীক্ষায় জানা গেছে। সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড মৃতদেহের ময়নাতদন্ত করেছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)