ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবস দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের হেড কোয়ার্টার হচ্ছে দিল্লী – কমলগঞ্জ বিএনপির কর্মী সমাবেশে নাসের রহমান কমলগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র কর্মীসভা চলছে জাতীয় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের রিয়া দলের সাথে যারা বেইমানি করেছে এদের সাথে কোনো আপোষ নেই’ – আহবায়ক ফয়জুল করিম ময়ুন রাজনগর জমি নিয়ে সং ঘ র্ষ, যুবকের মৃ-ত্যু আহত – ৮ কুলাউড়ায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার থাইল্যান্ডের জাতীয় দিবসে যোগ দিলেন বিএনপি নেতা চেম্বার পরিচালক আব্দুর রহিম রিপন সাংবাদিক কন্যার বিবাহ সম্পন্ন,শুভেচ্ছায় ভাসছেন নব দম্পতি ডিসি সম্মেলন শুরু ১৬ ফেব্রুয়ারি

ছাত্রলীগের ৪ নেতাকর্মী দাফন সম্পন্ন, যেভাবে ঘটলো দু র্ঘ ট না

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • / ৭৬৪ বার পড়া হয়েছে

সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় নিহত ছাত্রলীগের চার নেতাকর্মীর দাফন সম্পন্ন হয়েছে।  মুসলিম ধর্মালম্বী ৩ জনের জানাযার নামাজ শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তাদের জানাযার নামাজে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।

এর আগে একজনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে তার পরিবার।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে রাংপানি নামক স্থানে একটি প্রাইভেটকার  নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের পুকুরে পড়ে ৪ ছাত্রলীগ নেতাকর্মীর মর্মান্তিক মৃত্যু ঘটে।

নিহতরা হলেন- জৈন্তাপুরের নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য মেহেদী হোসেন তমাল (২৪) এবং নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য সুমন আহমদ (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর বাজার থেকে চা পান করে এ চারজন একটি প্রাইভেটকারযোগে একটি কাজে জাফলং যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। গাড়ি চালাচ্ছিলেন জুবায়ের আহসান। বাংলাবাজার ব্রিজের পাশে রাংপানি নামক স্থানে যাওয়ামাত্র তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারায় সিলেট-তামাবিল সড়কের পার্শ্ববর্তী মসজিদের পুকুরে পড়ে যায়।

টনার পর পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় থানাপুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এ চারজনকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নিহতদের স্বজনরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও একটি গাড়িতে আগুন দেন বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সিলেটভিউ-কে জানান, রাতে নিহতের স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের ময়না তদন্ত করা হয়নি। ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। শনিবার বেলা ২টায় জৈন্তাপুর উপজেলা মিনি স্টেডিয়ামে (রাজবাড়ি মাঠে) একসঙ্গে তিনজনের জানাযার নামাজ শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আরেকজনের মৃতদেহ স্থানীয় শশ্নানে সৎকার করে তার পরিবার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের বিষয়ে ওসি তাজুল ইসলাম বলেন, আবেগের বশবর্তী হয়ে নিহতের স্বজনরা এমটি করেছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছাত্রলীগের ৪ নেতাকর্মী দাফন সম্পন্ন, যেভাবে ঘটলো দু র্ঘ ট না

আপডেট সময় ০৪:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪

সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় নিহত ছাত্রলীগের চার নেতাকর্মীর দাফন সম্পন্ন হয়েছে।  মুসলিম ধর্মালম্বী ৩ জনের জানাযার নামাজ শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তাদের জানাযার নামাজে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।

এর আগে একজনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে তার পরিবার।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে রাংপানি নামক স্থানে একটি প্রাইভেটকার  নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের পুকুরে পড়ে ৪ ছাত্রলীগ নেতাকর্মীর মর্মান্তিক মৃত্যু ঘটে।

নিহতরা হলেন- জৈন্তাপুরের নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য মেহেদী হোসেন তমাল (২৪) এবং নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য সুমন আহমদ (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর বাজার থেকে চা পান করে এ চারজন একটি প্রাইভেটকারযোগে একটি কাজে জাফলং যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। গাড়ি চালাচ্ছিলেন জুবায়ের আহসান। বাংলাবাজার ব্রিজের পাশে রাংপানি নামক স্থানে যাওয়ামাত্র তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারায় সিলেট-তামাবিল সড়কের পার্শ্ববর্তী মসজিদের পুকুরে পড়ে যায়।

টনার পর পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় থানাপুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এ চারজনকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নিহতদের স্বজনরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও একটি গাড়িতে আগুন দেন বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সিলেটভিউ-কে জানান, রাতে নিহতের স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের ময়না তদন্ত করা হয়নি। ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। শনিবার বেলা ২টায় জৈন্তাপুর উপজেলা মিনি স্টেডিয়ামে (রাজবাড়ি মাঠে) একসঙ্গে তিনজনের জানাযার নামাজ শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আরেকজনের মৃতদেহ স্থানীয় শশ্নানে সৎকার করে তার পরিবার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের বিষয়ে ওসি তাজুল ইসলাম বলেন, আবেগের বশবর্তী হয়ে নিহতের স্বজনরা এমটি করেছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।