ছোট বোনকে সাথে নিয়ে জনসভায় প্রধানমন্ত্রী, উচ্ছাসীত নেতাকমীরা
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৩:৫২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- / ৩৭০ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বরিশাল প্রতিনিধিঃ ছোট বোনকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বঙ্গবন্ধু উদ্যানের জনসভায় যোগ দিয়েছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় সভামঞ্চে উপস্থিত হয়ে জনতার উদ্দেশ্যে হাত তুলে অভিভাদন জানান। এসময় হাজার হাজার নেতাকমী উচ্ছাসে ফেটে পরেন।
শেখ হাসিনা মঞ্চের এক মাথা থেকে অন্য মাথায় নৌকার পতাকা নাড়িয়ে হেটে যান। এসময় তার সঙ্গে বোন শেখ রেহানা, আবুলহাসানাত আব্দুল্লাহ, আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।
জেলা আলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সভাপাতত্বে সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সভাপতিত্ত্বে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টা মন্ডলের সদস্য আমির হোসেন আমু এমপি, আবদুল হাফিজ মল্লিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক আ-ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী-যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, জাতীয় পাটির (মঞ্জু) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, শাজাহান ওমর বীর উত্তম, আলীগের দপ্তর সস্পাদক বিপ্লব বড়ুয়া, আন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বরিশাল মহনগর আলীগের সভাপতি এ কে এম জাহাঙ্গির, সাধারস সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)