‘জয় বাংলার ধ্বনি

- আপডেট সময় ০২:১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ৩৪৬ বার পড়া হয়েছে

সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের গল্পে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয় বাংলার ধ্বনি’। খ.ম.খুরশীদ পরিচালিত এ সিনেমায় চিত্রনায়ক নিরবের নায়িকা হিসাবে যুক্ত হলেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার।
শুক্রবার সকাল থেকে মাদারীপুরের পদ্মারপাড়ে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ। প্রথম দিন শুটিংয়ে অংশ নিয়েছেন নিরব-চমক দুজনেই।
নায়িকা প্রসঙ্গে নিরব বলেন, ‘চমক এ প্রজন্মের ভালো অভিনেত্রী। আমাদের দলে তাকে পেয়ে ভালো লাগছে। আশা করছি, সিনেমায় চমকের শুরুটা ভালোই হবে।’
