জার্মান স্পেশাল অলিম্পিক ২০২৩ স্বর্ণপদক অর্জন করায় ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
- আপডেট সময় ০৮:৫৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ৯৫২ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: জার্মান স্পেশাল অলিম্পিক ২০২৩ বুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মৌলভীবাজার এর ৪ জন শিক্ষার্থীর স্বর্ণপদক জয় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা শিল্প কলা একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে।সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সুদর্শন কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রভাংশু সোম মহান,পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান।
স্বর্ণপদক জয়ী চার শিক্ষার্থীরা হলেন মাহিমা আক্তার,সাতার, মহিমা খাতুন মিম ফুটবল,রিয়া রানী দে,ফুটবল, তানিয়া আক্তার সুমাইয়া দৌড়।