জুড়ী হাতির আক্রমনে মাহুত নিহত
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৬:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / ৭৭৯ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে হাতি আনতে গিয়ে হাতির আক্রমণে কুলাউড়ার রাসেল মিয়া (৪০) নামে এক মাহুতের মৃত্যু হয়েছে।
রবিবার (৭ মে) বিকেলে জুড়ী ফুলতলা ইউনিয়নের চুঙ্গাবাড়ি পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। রাসেল কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
রাসেলের সঙ্গে থাকা চিনু মিয়া নামে হাতির আরেক মাহুত জানান, জুড়ী ফুলতলা ইউনিয়নের চুঙ্গাবাড়ি এলাকায় তারা রবিবার বিকাল ৪টার দিকে হাতি দিয়ে বাঁশমহালের কাজ করছিলেন। এ সময় কুলাউড়া থেকে হাতি নিতে আসা রাসেল হাতির সামনে গেলে হাতিটি তাকে মাথা দিয়ে আক্রমণ করে। পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) লাশ পোস্ট মর্ডেমের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)