জুড়ী নদীর ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্হা নেয়ার দাবি এলাকাবাসীর
- আপডেট সময় ০৩:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ২১৬ বার পড়া হয়েছে
জুড়ী প্রতিনিধি-মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী নদীতে ভাঙ্গন দেখা দিলে খবর পেয়ে স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড জেলা কার্যালয়ের কর্মকর্তা।পাশাপাশি দ্রুত প্রজেক্টে কাজ করে দেওয়ার আশ্বাস ও দিয়েছেন তারা।
সরেজমিনে দেখা যায়,সম্প্রতি বৃষ্টিতে উপজেলার সাগরনাল ইউনিয়নের ভারত থেকে নেমে আসা জুড়ী নদীর বরইতলি এলাকায় ভাঙ্গন দেখা দেয়।এতে কয়েক শত পরিবারের রাস্তা নদী গর্ভে ভেঙ্গে বিলীন হয়ে গেছে।এই এলাকায় প্রায় অর্ধশতাধিক বাড়ি ঘর রয়েছে। পাশে থাকা এসব বসতবাড়ী রয়েছে হুমকির মূখে।
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বিষয়টি পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো জাবেদ ইকবাল কে জানালে আজ শুক্রবার(৭ জুলাই) সরেজমিনে পরিদর্শনে আসেন উপ বিভাগীয় প্রকৌশলী মো খোরশেদ আলম।
এ সময় এস এম জাকির হোসাইন, ইউপি সদস্য শরফ উদ্দিন,সানাউল ইসলাম চৌধুরী শাওন,জয়নাল আবেদীন সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো খোরশেদ আলম বলেন,বৃষ্টির পানির কারনে রাস্তা নদীতে বিলীনের পথে।আমরা যত দ্রুত সম্ভব প্রজেক্ট তৈরী করে এখানে কাজ শুরু করার ব্যবস্থা করবো।