জুড়ীতে ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় ০১:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ২৯৭ বার পড়া হয়েছে
সিরাজুল ইসলাম– মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদর ৫ নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য,জাঙ্গিরাই যুব কল্যাণ পরিষদ ও বাংলাদেশ অটো রাইসমিল শ্রমিক ফেডারেশন,জুড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার এর উপর রাতের আধাঁরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়।
শুক্রবার(৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় জুড়ী বিজিবি ক্যাম্প চত্তর এলাকায় জায়ফরনগর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজার সভাপতিত্বে ও ইউপি সদস্য জাকির হোসেন মনির এর পরিচালনায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, পুর্বজুড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান মাসুক আহমদ, জায়ফরনগর ইউপি সদস্য আজাদ মিয়া,কামরুল হাসান,ফয়জুল ইসলাম কালা, মনিরুল ইসলাম, ফজলু মিয়া,আবুল কাশেম, মহিলা সদস্য রোসনা বেগম,বাসনা আক্তার,শিউলী বেগম,সাগরনাল ইউপি সদস্য সরফ উদ্দিন,ফুলতলা ইউপি সদস্য সেলিম উদ্দিন,ইমতিয়াজ মারুফ,মোর্শেদ আলম রাজা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে শত শত মানুষ জাঙ্গিরাই ওয়ার্ড থেকে এবং উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করেন। উপস্হিত জনপ্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন,গত ২৮ শে সেপ্টেম্বর সকালে এলাকাবাসীর পক্ষে জাঙ্গিরাই গ্রামে ঘনবসতি এলাকায় করাতকল স্হাপনের প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আব্দুল জব্বার কথা বলেন।করাতকল স্হাপনকারী পক্ষ ঐ দিন রাত সাড়ে নয় টায় জুড়ী উপজেলা চত্তর বীরমুক্তিযোদ্বা এম এ মুমিত আসুক চত্তরে দা,চুরি,লাটি দিয়ে হামলা করে মারাত্বকভাবে আহত করে।ঘটনার পরিপ্রেক্ষিতে জুড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অবিলম্বে ইউপি সদস্য আব্দুল জব্বারের উপর সন্ত্রাসী হামলার চিহ্নিত আসামীদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানান।
মানববন্ধনে বেশ কয়েকটি সামাজিক সংগঠনের ব্যানারে জুড়ী ফুলতলা সড়কে দীর্ঘ সময় গাড়ী চলাচলে আটকা পড়ে। অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে অন্যতম কাঠ ও রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন,বাংলাদেশ অটো রাইসমিল শ্রমিক ফেডারেশন, অটো রিকশা সমিল শ্রমিক ফেডারেশন,বাংলাদেশ সমিল শ্রমিক ফেডারেশন ও জাঙ্গিরাই যুব কল্যাণ পরিষদের শ্রমিক নেতৃবৃন্দ