জুড়ীতে দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের বিদায়ী অনুষ্টান সম্পন্ন
- আপডেট সময় ০৭:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ৬৬৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি – মৌলভীবাজারে জুড়ীতে প্রায় ৪০ টি কেন্দ্রে আজ ২৭ রমজান(২৯ এপ্রিল)শুক্তবার বিকেলে মাহে রমজানে মাসব্যাপী বিশুদ্ধ কোরআন শিক্ষা দানে পরিচালিত দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর বিদায়ী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামছুল উলামা আল্লামা ছাহেব কিবলা ফুলতলী (রঃ) এর প্রতিষ্টিত বিশ্ব সেরা বিশুদ্ধ কোরআন শিক্ষা দানকারী প্রতিষ্ঠান দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট প্রতিবছরের ন্যায় চলতি বছর জুড়ী উপজেলায় প্রায় ৪০টি শাখা কেন্দ্র পরিচালিত হয়েছে।
কারী সোসাইটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক কারী কাজী ময়নুল ইসলাম জানান আগামীকাল উপজেলার রাবে বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা উপজেলা সদর মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্টিত হওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন কর্তৃপক্ষ। এ ছাড়া ২৯ রমজান রবিবার খামিছ বিভাগের ছাত্র ছাত্রীদের পরীক্ষা কেন্দ্র কুলাউড়া সরকারী ডিগ্রি কলেজ কেন্দ্র অনুষ্টিত হইবে।
উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের খামিছ কেন্দ্র জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার আজ বিদায়ী অনুষ্টান শাখার নাজিম ও উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা প্রেসক্লাব এর সাবেক সভাপতি , বিশিষ্ট গণমাধ্যম কর্মী মন্জুরে আলম লাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, কবি এম রাজু আহমদ, উপজেলা মডেল কেয়ার টেকার ও অত্র শাখার প্রধান কারী মাওঃ মোঃ তাজ উদ্দিন।
সহকারি কারী ও অত্র মাদ্রাসার সুপার হাফিজ জামাদুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী হাঃ দেলোয়ার হোসেন , বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ, জুড়ী শহর শাখার সাধারণ সম্পাদক এম এ মকসুদ জুনেদ, সহকারী কারী ও বায়তুল আমান আদি মসজিদের ইমাম মাওঃ কামরুল ইসলাম,সহকারী কারী আব্দুস শুকুর প্রমূখ।
অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দিয়ে দোয়ার মাধ্যমে অনুষ্টান সম্পন্ন করা হয়।
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ,ফুলতলা বাবুল আহমদ হাফিজিয়া মাদ্রাসা শাখার ফলাফল, পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফিজ সিরাজ উদ্দীন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করছেন ফুলতলা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার ইমতিয়াজ গফুর মারুফ. প্রধান ক্বারী হাফিজ সামছুল, ফুলতলা ইউনিয়ন আল ইসলাহ সহ সভাপতি নজরুল ইসলাম বাচ্ছু. মাদ্রাসা শাখার নাজিম ও ইউনিয়ন আল ইসলাহ সাধারন সম্পাদক ইউসুফ আলী, যুগ্ন সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, বেলাল হোসাইন, মাওঃ নজরুল ইসলাম খামিছ, বদরুল ইসলাম, হাফিজ আমিনুল ইসলাম,
এ সময় উপস্হিত ছিলেন অভিভাবক সদস্য আখলাছ মিয়া, ফয়াজ আলী, সিরাজ উদ্দীন, আব্দুল হান্নান খান, মন্নান মিয়া,হুসন মিয়া,মোবারক আলী, দেলোয়ার হোসেন।
অনুষ্টানে সভাপতিত্ব করেন অত্র সেন্টারের সহ সভাপতি মোবারক আলী