1. moulvibazar24.backup@gmail.com : admin :
  2. mrrahel7@gmail.com : rahel Ahmed : rahel Ahmed
  3. bm.ssc.batb@gmail.com : Shahab Ahmed : Shahab Ahmed
রবিবার, ০৩ জুলাই ২০২২, ০৬:১৩ অপরাহ্ন

জুড়ী সীমান্তে যুবক গুলিবিদ্ধ

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৭৫ পঠিত

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে এক বাংলাদেশী আটক হবার খবর পাওয়া গেছে। ঘটনাটি বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিনটার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ভৈরববাড়ি ডাকটিলা সীমান্তের ওপারে ভারতের ধর্মনগর থানার রাগনা ভাগ্যপুর সীমান্ত এলাকায় ঘটেছে।

ভারতের স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম প্রাইম২৪ত্রিপুরা’য় প্রকাশিত এক ভিডিও স্বাক্ষাৎকারে আটক ব্যক্তি জানায়- তার নাম নজরুল আহমদ ওরফে সেফুল মিয়া (৪২)। বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি (বড়টিলা) গ্রামে। সে মৃত শমসের আলীর পুত্র। ভারতীয় কয়েকজন গরু ব্যবসায়ীর সহযোগিতায় সেফুলসহ ৫/৬ জন লোক সীমান্তের ওপারে গরু আনতে যায়। এক পর্যায়ে বিএসএফ কয়েক রাউন্ড গুলি করে। এতে সবাই দৌঁড়ে পালিয়ে গেলেও সেফুল গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরে বিএসএফ তাকে আটক করে

বর্তমানে ধর্মনগর থানাপুলিশের হেফাজতে স্থানীয় হাসপাতালে সেফুল চিকিৎসাধীন।

ফুলতলা ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন- বিএসএফ ইতিপূর্বে বেশ কয়েকবার বিজিবির মাধ্যমে সতর্ক করেছিল। পরে বাধ্য হয়ে গুলি করেছে। রাতে তাকে মৃত ভেবে ফেলে যায়, সকালে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করে।

এ বিষয়ে জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৫২ ব্যাটালিয়ন, বিয়ানীবাজার-এর কমান্ডিং অফিসার (সি.ও)-এর দাপ্তরিক সেল ফোন নম্বর (০১৭৬৯-৬০৩৪২০) ও ল্যান্ড ফোন (০৮২২৩-৫৬৩৪৭) নম্বরে একাধিক বার কল করলেও কোন উত্তর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published.

এই সংক্রান্ত আরোও খবর