জেলা তথ্য অফিসের মতবিনিময় অনুষ্ঠিত

- আপডেট সময় ০৪:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ৩৮২ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলা তথ্য অফিসের উদ্যোগে ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় জেলার শ্রীমঙ্গল উপজেলায় সর্বস্তরের টিকা কার্যক্রম সফল করার লক্ষ্যে ইপিআই কার্যক্রম বিষয়ক মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ মে রবিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন।
জেলা তথ্র অফিসের প্রধান সহকারী কামরুন নাহার এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব।
সভায় বিশেষ অতিথি ছিলেন ইত্তেফাক এর শ্রীমঙ্গল সংবাদদাতা অনুজকান্তি দাশ। সভায় নারী, পুরুষ, শিশু, ছাত্র, যুব সহ সমাজের সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে সংগীতের মাধ্যমে উপস্থিত জনগণের মধ্যে তৃনমূল পর্যায়ে সরকারের বিভিন্ন সেবা কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়।
