ব্রেকিং নিউজ
টাকা না দেওয়ায় মায়ের উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
- / ৮৬২ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় গলায় ফাঁস লাগিয়ে অলিউর রহমান কাওসার (২০) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।
বুধবার (১৯ জুন) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুইগাঁওয়ে ওই তরুণের ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কাওসার ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থ বিষয়টি নিশ্চিত করে জানান, মানসিক ভারসাম্যহীন কাওসার সকালে মায়ের কাছে কিছু টাকা চেয়েছিলেন।
তার মা টাকা না দেওয়ায় অভিমান করে পরিবারের অজান্তে দুপুরের কোনো একসময় ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :