ব্রেকিং নিউজ  
                            
                            ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত মহিলা আত্মহত্যা
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০৩:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
 - / ৮২০ বার পড়া হয়েছে
 

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের পাশে বড়গাছ এলাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত পরিচয়ের এক মহিলা (৩৫) আত্মহত্যা করেছে।
বুধবার দুপুররে ভানুগাছ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ট্রেন আসা দেখেও রেল লাইন দিয়ে হেটে যাচ্ছে এক মহিলা এ সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ওই মহিলা দেহ খন্ড-বিখন্ড হয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাটি ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টারকে জানান। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের হাতে লাশটি হস্তান্তর করে দেন কমলগঞ্জ থানা পুলিশ।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের কোন পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে অবগত করার পর নিহতের লাশ উদ্ধার করে নেওয়া হয়েছে।
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            
																			












