ডেঙ্গুতে সিনিয়র সহকারী সচিবের মৃত্যু,ছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা
- আপডেট সময় ১১:১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ২২২ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ৩০তম বিসিএসের এই কর্মকর্তার মৃত্যু হয়। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত দুই দিন বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ডব্লিউটিও উইংয়ে কর্মরত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এস এম নাজিয়া সুলতানার মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাণিজ্যমন্ত্রী এক শোকবার্তায় বলেন, ‘নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি তার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। নাজিয়া সুলতানার অকালমৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।’
সিনিয়র সচিব শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা ছিলেন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।