ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চাঁদা নিতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫ শেখ মোঃ আতিকুর রহমানকে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি আমাদের লড়াই ছিলো ফ‍্যাসিস্ট রাষ্ট্র ফ‍্যাসিস্ট বাহিনীর বিরোধী মৌলভীবাজারে আহ্বায়ক নাহিদ ইসলাম দুই নম্বরি,বাটপারি করার চিন্তা থাকলে আগেই দল থেকে বের হয়ে যান,ধরা পড়লে কিন্তু খবর আছে- এম নাসের রহমান মৌলভীবাজারে এসএসসি/দাখিল জিপিএ-৫ প্রাপ্তদের ছা*ত্রশিবিরের সংবর্ধনা এনসিপির নেতৃত্বে আগামীতে বাংলাদেশের ক্ষমতা জনগনের হাতে ফিরিয়ে দিবো জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে যে সকল ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তাঁদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা মিথ্যা জবানবন্দির বিরুদ্ধে রাতগাঁও গ্রামে মানববন্ধন মৌলভীবাজার পাহাড়ী টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাকা ব্যাংক পিএলসি,মৌলভীবাজার শাখার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / ৩০৪ বার পড়া হয়েছে

বর্তমান যুগে শিশুদের শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞানে নয়, বাস্তব জীবনঘনিষ্ঠ আর্থিক শিক্ষায়ও পারদর্শী করে গড়ে তোলা সময়ের দাবি। এই উপলব্ধি থেকেই বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ও তত্ত্বাবধানে সারা দেশে পরিচালিত হচ্ছে স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম, যার ধারাবাহিকতায় আজ ঢাকা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি প্রাঞ্জল, শিক্ষণীয় ও প্রাণবন্ত স্কুল ব্যাংকিং ক্যাম্পেই

 

মৌলভীবাজার সদর উপজেলার বালিকান্দি এ মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে ছাত্রছাত্রীদের মাঝে দেখা যায় ব্যতিক্রমী উৎসাহ, কৌতূহল ও সক্রিয় অংশগ্রহণ।

স্কুল ব্যাংকিং কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো ছোট বয়স থেকেই শিশুদের মাঝে অর্থনৈতিক সচেতনতা সৃষ্টি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ভবিষ্যৎ নাগরিক হিসেবে তাদের আর্থিক ব্যবস্থার সঙ্গে পরিচিত করে তোলা। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শিখছে কীভাবে অর্থ জমাতে হয়, কীভাবে ব্যাংকিং সেবা গ্রহণ করতে হয় এবং কেন একটি সাশ্রয়ী মানসিকতা তাদের ভবিষ্যৎ জীবনে সহায়ক হতে পারে।

এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ঢাকা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার শাখা প্রধান মূর্শেদ আলম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ম্যানেজার অপারেশনস বিশ্বজিৎ লাল দত্ত, তারা শিশুদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতায় সঞ্চয়ের গুরুত্ব ও ব্যাংকিং ব্যবস্থার মৌলিক ধারণা তুলে ধরেন।বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লিটন কুমার পাল। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক অঞ্জলী রানী দাস, বিপ্লব কুমার পাল, চৈতালী ভট্টাচার্য, মোঃ আলী হোসেন এবং মোঃ সদর উদ্দিন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিও আয়োজনটিকে পরিপূর্ণতা দেয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থীদের সরাসরি স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া দেখানো হয়। শিশুদের প্রশ্নোত্তর পর্বে দেখা যায় তাদের সরল অথচ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা প্রমাণ করে তাদের মাঝে গড়ে উঠছে একটি সচেতন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি।

শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ কেউ নিজের পকেটমানি জমিয়ে সেভিংস শুরু করার আগ্রহ প্রকাশ করে, যা আয়োজকদের মুগ্ধ করে। ক্যাম্পেইনের একপর্যায়ে একজন শিক্ষার্থী বলে—

“আমি এখন থেকে প্রতিদিন ৫ টাকা জমাবো। বড় হয়ে যেন আম্মুকে নিজের টাকায় একটা কিছু কিনে দিতে পারি।”
এই সরল উচ্চারণেই প্রতিফলিত হয় এই উদ্যোগের সফলতা।

এই ধরণের উদ্যোগ শুধু শিক্ষার্থীদের নয়, বরং অভিভাবক, শিক্ষক ও সমাজের অন্যান্য অংশের মাঝেও আর্থিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। স্কুল পর্যায়ে সঞ্চয়ী মনোভাবের চর্চা ভবিষ্যতে একটি দায়িত্ববান নাগরিক সমাজ গঠনের ভিত্তি তৈরি করবে—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

ঢাকা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও জেলার বিভিন্ন বিদ্যালয়ে এমন স্কুল ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি শিশুদের এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা ব্যাংক পিএলসি,মৌলভীবাজার শাখার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

আপডেট সময় ১২:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

বর্তমান যুগে শিশুদের শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞানে নয়, বাস্তব জীবনঘনিষ্ঠ আর্থিক শিক্ষায়ও পারদর্শী করে গড়ে তোলা সময়ের দাবি। এই উপলব্ধি থেকেই বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ও তত্ত্বাবধানে সারা দেশে পরিচালিত হচ্ছে স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম, যার ধারাবাহিকতায় আজ ঢাকা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি প্রাঞ্জল, শিক্ষণীয় ও প্রাণবন্ত স্কুল ব্যাংকিং ক্যাম্পেই

 

মৌলভীবাজার সদর উপজেলার বালিকান্দি এ মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে ছাত্রছাত্রীদের মাঝে দেখা যায় ব্যতিক্রমী উৎসাহ, কৌতূহল ও সক্রিয় অংশগ্রহণ।

স্কুল ব্যাংকিং কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো ছোট বয়স থেকেই শিশুদের মাঝে অর্থনৈতিক সচেতনতা সৃষ্টি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ভবিষ্যৎ নাগরিক হিসেবে তাদের আর্থিক ব্যবস্থার সঙ্গে পরিচিত করে তোলা। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শিখছে কীভাবে অর্থ জমাতে হয়, কীভাবে ব্যাংকিং সেবা গ্রহণ করতে হয় এবং কেন একটি সাশ্রয়ী মানসিকতা তাদের ভবিষ্যৎ জীবনে সহায়ক হতে পারে।

এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ঢাকা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার শাখা প্রধান মূর্শেদ আলম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ম্যানেজার অপারেশনস বিশ্বজিৎ লাল দত্ত, তারা শিশুদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতায় সঞ্চয়ের গুরুত্ব ও ব্যাংকিং ব্যবস্থার মৌলিক ধারণা তুলে ধরেন।বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লিটন কুমার পাল। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক অঞ্জলী রানী দাস, বিপ্লব কুমার পাল, চৈতালী ভট্টাচার্য, মোঃ আলী হোসেন এবং মোঃ সদর উদ্দিন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিও আয়োজনটিকে পরিপূর্ণতা দেয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থীদের সরাসরি স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া দেখানো হয়। শিশুদের প্রশ্নোত্তর পর্বে দেখা যায় তাদের সরল অথচ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা প্রমাণ করে তাদের মাঝে গড়ে উঠছে একটি সচেতন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি।

শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ কেউ নিজের পকেটমানি জমিয়ে সেভিংস শুরু করার আগ্রহ প্রকাশ করে, যা আয়োজকদের মুগ্ধ করে। ক্যাম্পেইনের একপর্যায়ে একজন শিক্ষার্থী বলে—

“আমি এখন থেকে প্রতিদিন ৫ টাকা জমাবো। বড় হয়ে যেন আম্মুকে নিজের টাকায় একটা কিছু কিনে দিতে পারি।”
এই সরল উচ্চারণেই প্রতিফলিত হয় এই উদ্যোগের সফলতা।

এই ধরণের উদ্যোগ শুধু শিক্ষার্থীদের নয়, বরং অভিভাবক, শিক্ষক ও সমাজের অন্যান্য অংশের মাঝেও আর্থিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। স্কুল পর্যায়ে সঞ্চয়ী মনোভাবের চর্চা ভবিষ্যতে একটি দায়িত্ববান নাগরিক সমাজ গঠনের ভিত্তি তৈরি করবে—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

ঢাকা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও জেলার বিভিন্ন বিদ্যালয়ে এমন স্কুল ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি শিশুদের এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।