1. mrrahel7@gmail.com : Admin : Mahbubur Rahel
  2. samadpress96@gmail.com : Samad Ahmed : Samad Ahmed
সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১২:৫১ অপরাহ্ন

তারকাদের মধ্যে প্রথম করোনার ভ্যাকসিন নিলেন অভিনেত্রী নওশীন

  • আপডেট সময় শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে বিশ্বের বহু দেশেই। এতে প্রথম দিকেই ভ্যাকসিন গ্রহণ করেছেন ছোটপর্দার অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন।

 বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে নাগরিক হবার সুবাধে শুরুতেই ভ্যাকসিন গ্রহণের সুযোগ পেয়েছেন নওশীন।

এদিকে করোনার ভ্যাকসিন গ্রহণের কার্ডের একটি ছবি নওশীন তার ফেসবুকে পোস্ট করেছেন।

সেখানে তিনি লিখেছেন, প্রথম ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ।

পোস্ট করা ছবিতে দেখা গেছে, মঙ্গলবার (৫ জানুয়ারি) ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নিয়েছেন নওশীন। আরো একটি ডোজ তাকে নিতে হবে।

তবে প্রথম ডোজ নেওয়ার পর এখনও কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি নওশীনের শরীরে, জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন নওশীন ও অভিনেতা হিল্লোল (স্বামী)। মাঝে মধ্যে ছুটিতে দেশে এলেও করোনার তাণ্ডবে একবারও আসেননি তারা। শুরু থেকে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

ছোট পর্দার তারকা নওশীন ক্যারিয়ার জীবনে বেশকিছু সিনেমায়ও অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে য়েছে ‘প্রার্থনা’, ‘মূখোশ মানুষ’, ‘হেলো অমিত’, ‘দুদু মিয়া’, ‘সোয়াচান পাখ‘ অন্যতম।

এছাড়াও তিনি একসময় এফ এম রেডিওতে কাজ করেছেন।

এ সংক্রান্ত আরোও নিউজ