তারেক রহমানের প্রত্যাবর্তনে মৌলভীবাজারে বিএনপির রাজপথ মুখর আনন্দ মিছিল
- আপডেট সময় ১১:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মৌলভীবাজারে জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান বলেন,
“বহুদিন পর আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের অংশগ্রহণে একটি বড় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কারণ আমাদের নেতা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর বাংলাদেশের অবিসংবাদিত নেতা তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।”
তিনি বলেন, “তার আগমন উপলক্ষে সারা দেশের জেলা ও থানা পর্যায়ে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ আনন্দ মিছিলের আয়োজন করেছে তাকে স্বাগত জানানোর জন্য।
নাসের রহমান আরও বলেন, “আমি আশা করব, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যেই মৌলভীবাজার–রাজনগর আসনের সব ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সহ সারা জেলার বিএনপির নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং সমবেতভাবে আমাদের নেতাকে স্বাগত জানাবেন।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“আগামী জাতীয় নির্বাচন হবে একটি ব্যতিক্রমী নির্বাচন। এখানে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে দেখা যায় না। তবে যতই তারা ভিন্ন ভাব দেখাক না কেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ২০০ থেকে আড়াইশ আসনে বিজয়ী হবে।
আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন এবং আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
















