ব্রেকিং নিউজ
তিন শতাধিক মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ২৩৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি|| আল বশির এন্ড সৈয়দা ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র রমজান মাসকে সামনে রেখে ৩২০ জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাবিয়া গ্রামের বশির মঞ্জিলে আশিকুর রহমান এর বাড়িতে, রবিবার (১০ মার্চ ) বিকেল ৩ ঘটিকার সময় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ৩২০ জন অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে আশিকুর রহমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতার উদ্দিন আহমদে, চেয়ারম্যান ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন,সায়েদ আলী, ইউপি সদস্য ৩নং ওয়ার্ড। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক এম জসিম জে কে সহ অত্র এলাকার যুবসমাজ, মুরুব্বিয়ান ও আল বশির পরিবারের সদস্য বৃন্দ। সবার উপস্থিতিতে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জানা যায় তাদের এই কার্যক্রম দীর্ঘ ৩০ বছর যাবৎ ধারাবাহিক ভাবে চলে আসছে। প্রতি বছরের ন্যায় এ এবছরেও পবিত্র রমজান মাসকে সামনে রেখে তাদের প্রথম কর্মসূচি এটি। আল বশির এন্ড সৈয়দা ফাউন্ডেশন মূলত তাদের বাবা মায়ের নামে নাম করন করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সবাই মিলে এটি পরিচালনা করে আসছেন। এবং তাদের অর্থায়নে বিভিন্ন সময়ে গরীব অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে আসছেন। ইফতার সামগ্রীর ৭ টি আইটেম দিয়ে প্যাকেট বানানো হয়। প্রতিটি প্যাকেটে ছিলো ৯ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি সয়াবিন তৈল, ২ কেজি পেঁয়াজ, দেড় কেজি ছোলা, দেড় কেজি খেসারি ডাল ও ১ কেজি লবন। উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান আখতার উদ্দিন আহমদ বলেন আপনারা যারা আজকে ইফতার সামগ্রী নিতে এসেছেন বা বিভিন্ন সময়ে আল বশির এন্ড সৈয়দা ফাউন্ডেশন থেকে সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন আপনার সবাই আশিকুর রহমান এর বাবা-মা ও পরিবারের সবার জন্য দোয়া করবেন।
এসময়ে আল বশির এন্ড সৈয়দা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান জানান সারা রমজান মাস জুড়ে অসহায় হতদরিদ্র মানুষের জন্য বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও বলেন অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ। আমরা পাঁচ ভাই ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের বাবা-মা , অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। আজ আমাদের বাবা- মা বেঁচে নেই। আমরা চাই যে আমাদের বাবা – মায়ের কার্যক্রম গুলো আমরা মৃত্যুর আগে পর্যন্ত চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
ট্যাগস :