ব্রেকিং নিউজ
দুইদিন বন্ধ থাকবে ডাউকি ইমিগ্রেশন

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / ৩৫০ বার পড়া হয়েছে

আগামী ২ দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধের ঘোষণা করা হয়েছে। আগামী ১৮-১৯ এপ্রিল এই ২দিন ভারতের ১৮ তম সাধারণ লোকসভা নির্বাচন উপলক্ষে তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতীর ডাউকি ইমিগ্রেশন পুলিশ মৌখিক ভাবে তামাবিল ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেছেন।
তবে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ লিখিত ভাবে বিষয়টি এখনো জানায় নি।
বুধবার (১৭ এপ্রিল) তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) রুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখনও লিখিত আদেশ পাওয়া যায় নি। জানা গেছে, ভারতের ১৮ তম সাধারণ লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল থেকে ১ জুন ৭ টি ধাপে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, তামাবিল স্থলবন্দরের বিপরীতে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের ২টি লোকসভা আসনে ১ম ধাপে আগামী ১৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :