ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চাঁদা নিতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫ শেখ মোঃ আতিকুর রহমানকে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি আমাদের লড়াই ছিলো ফ‍্যাসিস্ট রাষ্ট্র ফ‍্যাসিস্ট বাহিনীর বিরোধী মৌলভীবাজারে আহ্বায়ক নাহিদ ইসলাম দুই নম্বরি,বাটপারি করার চিন্তা থাকলে আগেই দল থেকে বের হয়ে যান,ধরা পড়লে কিন্তু খবর আছে- এম নাসের রহমান মৌলভীবাজারে এসএসসি/দাখিল জিপিএ-৫ প্রাপ্তদের ছা*ত্রশিবিরের সংবর্ধনা এনসিপির নেতৃত্বে আগামীতে বাংলাদেশের ক্ষমতা জনগনের হাতে ফিরিয়ে দিবো জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে যে সকল ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তাঁদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা মিথ্যা জবানবন্দির বিরুদ্ধে রাতগাঁও গ্রামে মানববন্ধন মৌলভীবাজার পাহাড়ী টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই নম্বরি,বাটপারি করার চিন্তা থাকলে আগেই দল থেকে বের হয়ে যান,ধরা পড়লে কিন্তু খবর আছে- এম নাসের রহমান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ২৮০ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন- “রাজনীতি করবো জনগণের কল্যাণের জন্য,জনগণের জন্য দেশের জন্য। কিন্তু এই পতিত দল (আওয়ামী লীগ) তারা রাজনীতি করেছে, তাদের দলের জন্য। তারা ও তাদের দলের লোক শুধু দুই হাতে টাকা কামিয়েছে । আর কিছুই নয় । তাদের কাজই ছিল- লুটপাট, মানুষ কে ভয় দেখিয়ে মামলা হামলা করে জোর জবরদস্তি মূলক অবৈধ ভাবে টাকা কামানো।

আমরা এই রাজনীতিতে বিশ্বাস করিনা। এবং এই রাজনীতি বিশ্বাস করা তো দূরের কথা এসবের ধারে কাছেও আমরা থাকবো না। হয় রাজনীতি করবো, না হয় এই রাজনীতি করবো না। কিন্তু এই ধরনের বাটপারি করার জন্য কেউ যদি বিএনপি তে থাকেন আল্লাহর ওয়াস্তে আগেই বাহির যান। কারণ আমার কাছে ধরা পড়লে কিন্তু খবর আছে?

নাসের রহমান বলেন-নো বাটপার, নো দুই নম্বরি আমাদের দলে চলবে না। আর আমরা আওয়ামী লীগের মতো বাটপারি রাজনীতি করি না, আমাদের দলে নাই। এটা যেন সবার মনে থাকে। আজকে কেন বলতে হচ্ছে একথা – আওয়ামী লীগের একটা রাইটলি হোক আর রং লি হোক তথাকথিত তাদের একটা ভূয়া আদর্শ আছে। অনেকে বলে- বিএনপিতে সব দলের সংমিশ্রণ আছে। থাকতে পারে, থাকুক না। অসুবিধা কি? কিন্তু আমাদের সকল কে আদর্শ ভিত্তিক হতে হবে। যেহেতু একটা ভূয়া আদর্শ ভিত্তিক দল পতন হয়ে গেছে ৷ সেজন্য আমাদের কে আরও সতর্ক থাকতে হবে।
নাসের রহমান বলেন দেশের জনগণ কার দিকে তাকিয়ে আছে ? ওই বাচ্চা পার্টির দিকে তাকিয়ে আছে? জামায়াতে ইসলামির দিকে তাকিয়ে আছে? না, দেশের জনগণ এখন বিএনপি এবং তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।
তার জন্য এখন এতটা উচ্ছ্বসিত হয়ে দখল করা, ওরে মারা – খবরদার এইসমস্ততে কেউ যেন না জরান।
ওই আনন্দে যেন আমরা আত্মহারা না হয়ে যাই।
তিনি বলেন – আমাদের সাথে যারা মামলা হামলা করে বদমায়েশি করেছে গত সাড়ে পনের বছর তাদের বিরুদ্ধেও আমরা সময়মতো ব্যবস্থা নিব।

নাসের রহমান বলেন- আমরা সবাই বিএনপি করি কিন্তু বিএনপি করার তো সার্টিফিকেট নাই। বহ আগে হয়তো ছিল। এর পর তো আর সদস্য পদ নবায়ন করা হয়নি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশ নতুন করে সদস্য পদ নবায়ন, অনেকে বিএনপি করেন তাদের নতুন সদস্য পদ সংগ্রহ করার কর্মসুচী নেয়া হয়েছে।
তিনি বলেন- বর্তমানে বাংলাদেশ পরিবর্তিত পরিস্থিতিতে গত একনবছরে কথিত দলের অনেকই হয়তো চেষ্টা করতে পারে আমাদের দলের সদস্য হওয়ার। হয়তো না অবশ্যই করবে। এটা আমাদের ওয়ার্ড ইউনিয়ন থানা লেভেলের নেতৃবৃন্দের দায়িত্ব ওই কথিত দলের কেউ যেন আমাদের দলের নতুন সদস্যের মধ্যে নাম লেখাতে না পারে।
এটা আমি নাসের রহমান,জেলা বিএনপির আহবায়ক সদস্য সচিব দেখা সম্ভব না। এটা আপনারা ওয়ার্ড লেভেল, ইউনিয়ন লেভেল, থানা লেভেল, পৌর লেভেলে আছেন, পৌর ওয়ার্ড লেভেল আছেন এটা আপনাদের দেখার দায়িত্ব। এ ব্যাপারে যেন আমরা সাবধান তাকি।
নাসের রহমান বলেন এখন বিএনপির সদস্য হওয়ার জন্য মানুষের অভাব হবে না। কেন নেই কারণ বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে এটা ভেবে। বিএনপি পাঁচ আগস্টের আগে মিটিং করতাম এরকম হল অর্ধেক ভর্তি হতো না। সবারই ডর ভয় ছিল। রাজনীতি তো সবার জন্য না। এখন পরিস্থিতি অনুকূলে থাকায় আমাদের অনেক নতুন সদস্য হবে। ইনশাআল্লাহ নতুন নেতৃত্বে আগামীতে বিএনপি সরকার গঠন করবে। আর এ সরকারের আপনারও অংশ হবেন।
তিনি বলেন- বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। একটা দল সাড়ে পনেরবছর রাজত্ব করে এখন গর্তের মধ্যে কোথায় লুকিয়ে এখন খুঁজে পাওয়া যায় না। দেশের বাইরে বিরাট অংশ চলে গেছে। আমরা কি এধরণের রাজনীতি করবো? এই যে সাড়ে পনেরবছর রামরাজত্ব করে আজকে তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। এই রাজনীতির কোনো মূল্য আছে?
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ, সহ-সাংগঠনিক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, জাসাসের নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির টিম প্রধান সৈয়দ আশরাফুল মজিদ খোকন।#

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুই নম্বরি,বাটপারি করার চিন্তা থাকলে আগেই দল থেকে বের হয়ে যান,ধরা পড়লে কিন্তু খবর আছে- এম নাসের রহমান

আপডেট সময় ০৯:৫৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন- “রাজনীতি করবো জনগণের কল্যাণের জন্য,জনগণের জন্য দেশের জন্য। কিন্তু এই পতিত দল (আওয়ামী লীগ) তারা রাজনীতি করেছে, তাদের দলের জন্য। তারা ও তাদের দলের লোক শুধু দুই হাতে টাকা কামিয়েছে । আর কিছুই নয় । তাদের কাজই ছিল- লুটপাট, মানুষ কে ভয় দেখিয়ে মামলা হামলা করে জোর জবরদস্তি মূলক অবৈধ ভাবে টাকা কামানো।

আমরা এই রাজনীতিতে বিশ্বাস করিনা। এবং এই রাজনীতি বিশ্বাস করা তো দূরের কথা এসবের ধারে কাছেও আমরা থাকবো না। হয় রাজনীতি করবো, না হয় এই রাজনীতি করবো না। কিন্তু এই ধরনের বাটপারি করার জন্য কেউ যদি বিএনপি তে থাকেন আল্লাহর ওয়াস্তে আগেই বাহির যান। কারণ আমার কাছে ধরা পড়লে কিন্তু খবর আছে?

নাসের রহমান বলেন-নো বাটপার, নো দুই নম্বরি আমাদের দলে চলবে না। আর আমরা আওয়ামী লীগের মতো বাটপারি রাজনীতি করি না, আমাদের দলে নাই। এটা যেন সবার মনে থাকে। আজকে কেন বলতে হচ্ছে একথা – আওয়ামী লীগের একটা রাইটলি হোক আর রং লি হোক তথাকথিত তাদের একটা ভূয়া আদর্শ আছে। অনেকে বলে- বিএনপিতে সব দলের সংমিশ্রণ আছে। থাকতে পারে, থাকুক না। অসুবিধা কি? কিন্তু আমাদের সকল কে আদর্শ ভিত্তিক হতে হবে। যেহেতু একটা ভূয়া আদর্শ ভিত্তিক দল পতন হয়ে গেছে ৷ সেজন্য আমাদের কে আরও সতর্ক থাকতে হবে।
নাসের রহমান বলেন দেশের জনগণ কার দিকে তাকিয়ে আছে ? ওই বাচ্চা পার্টির দিকে তাকিয়ে আছে? জামায়াতে ইসলামির দিকে তাকিয়ে আছে? না, দেশের জনগণ এখন বিএনপি এবং তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।
তার জন্য এখন এতটা উচ্ছ্বসিত হয়ে দখল করা, ওরে মারা – খবরদার এইসমস্ততে কেউ যেন না জরান।
ওই আনন্দে যেন আমরা আত্মহারা না হয়ে যাই।
তিনি বলেন – আমাদের সাথে যারা মামলা হামলা করে বদমায়েশি করেছে গত সাড়ে পনের বছর তাদের বিরুদ্ধেও আমরা সময়মতো ব্যবস্থা নিব।

নাসের রহমান বলেন- আমরা সবাই বিএনপি করি কিন্তু বিএনপি করার তো সার্টিফিকেট নাই। বহ আগে হয়তো ছিল। এর পর তো আর সদস্য পদ নবায়ন করা হয়নি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশ নতুন করে সদস্য পদ নবায়ন, অনেকে বিএনপি করেন তাদের নতুন সদস্য পদ সংগ্রহ করার কর্মসুচী নেয়া হয়েছে।
তিনি বলেন- বর্তমানে বাংলাদেশ পরিবর্তিত পরিস্থিতিতে গত একনবছরে কথিত দলের অনেকই হয়তো চেষ্টা করতে পারে আমাদের দলের সদস্য হওয়ার। হয়তো না অবশ্যই করবে। এটা আমাদের ওয়ার্ড ইউনিয়ন থানা লেভেলের নেতৃবৃন্দের দায়িত্ব ওই কথিত দলের কেউ যেন আমাদের দলের নতুন সদস্যের মধ্যে নাম লেখাতে না পারে।
এটা আমি নাসের রহমান,জেলা বিএনপির আহবায়ক সদস্য সচিব দেখা সম্ভব না। এটা আপনারা ওয়ার্ড লেভেল, ইউনিয়ন লেভেল, থানা লেভেল, পৌর লেভেলে আছেন, পৌর ওয়ার্ড লেভেল আছেন এটা আপনাদের দেখার দায়িত্ব। এ ব্যাপারে যেন আমরা সাবধান তাকি।
নাসের রহমান বলেন এখন বিএনপির সদস্য হওয়ার জন্য মানুষের অভাব হবে না। কেন নেই কারণ বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে এটা ভেবে। বিএনপি পাঁচ আগস্টের আগে মিটিং করতাম এরকম হল অর্ধেক ভর্তি হতো না। সবারই ডর ভয় ছিল। রাজনীতি তো সবার জন্য না। এখন পরিস্থিতি অনুকূলে থাকায় আমাদের অনেক নতুন সদস্য হবে। ইনশাআল্লাহ নতুন নেতৃত্বে আগামীতে বিএনপি সরকার গঠন করবে। আর এ সরকারের আপনারও অংশ হবেন।
তিনি বলেন- বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। একটা দল সাড়ে পনেরবছর রাজত্ব করে এখন গর্তের মধ্যে কোথায় লুকিয়ে এখন খুঁজে পাওয়া যায় না। দেশের বাইরে বিরাট অংশ চলে গেছে। আমরা কি এধরণের রাজনীতি করবো? এই যে সাড়ে পনেরবছর রামরাজত্ব করে আজকে তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। এই রাজনীতির কোনো মূল্য আছে?
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ, সহ-সাংগঠনিক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, জাসাসের নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির টিম প্রধান সৈয়দ আশরাফুল মজিদ খোকন।#