ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মেঝো ভাইসাবকে ভুলতে পারি না হাফিজ সাব্বির আহমদ ৩০ বছরে পদার্পণ করল ঢাকা ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখায় জমকালো আয়োজন মৌলভীবাজার জেলা বিএনপির শোক বার্তা কমলগঞ্জে পবিত্র আশুরা অনুষ্ঠান পালিত উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিল চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার,চক্রের ৪ সদস্য গ্রেফতার জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির ঈদ পূনর্মিলনী সভা অনুষ্ঠিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৫তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন সোমবার আসছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজের জমিতে ধান চাষে বাধাঁ ও হামলার চেষ্টা: থানায় অভিযোগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • / ৪২৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টঃ  মৌলভীবাজারের আখাইলকুড়া ইউনিয়নের মৃত আ: সোবহান এর ছেলে হাবিবুর রহমান (৮৩) নিজের জমিতে ধান চাষে বাঁধা প্রদান ও তার উপর হামলার চেষ্টা করায় একই ইউনিয়নের মৃত মহদ্দর আলী উসমান উল্লাহ এর ছেলে জহির আলী (৫৫) ও অজ্ঞাতনামা আরও ৩/৪জনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার স্বাক্ষী আব্দুল খালিক (৬৪), পিতা-মৃত আয়ফর আলী ও আ: রহিম (৫২), পিতা-মৃত নরম, পশ্চিম বেকামুড়া,৫নং আখাইলকুড়া ইউপি, থানা ও জেলা মৌলভীবাজার।

দায়েরকৃত অভিযোগে হাবিবুর রহমান উল্লেখ্য করেন, গত ৯ আগস্ট বিকাল ৪টায় মৌলভীাজার সদর উপজেরার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের পশ্চিম বেখামুড়া গ্রামীনফোন কোম্পানীর টাওয়ার সংলগ্ন মৌলভীবাজার সদর, মৌজাঃ বেকামুড়া, খতিয়ান নং-৭১৯,৩০,৯৫,৪০৪,১১৩, ২৯৩.৩১ জে এল নং-৩২, দাগ নং-৫২,৫৩,৫২.৫৪,৫২,৫৫,৫৪,৫৩ সর্বমোট জায়গার পরিমান ৮৪ শতক সাইল ও বাড়ীর রকম নিজ নামের জমিতে চাষাবাদ করতে গেলে জহির আলীসহ অন্যান্যরা তাকে বাধাঁ প্রদান করেন। এবং দা, কুড়াল, লাঠি সোটা সহ দেশীয় অস্ত্র-সস্ত্র উপর হামলা করার চেষ্টা করেন। এসময় প্রতিবেশীরা এগিয়ে আসলে তিনি প্রাণে রক্ষা পান। বিবাদীগন অত্যান্ত খারাপ, জুলুমবাজ, দাঙ্গাবাজ, লাঠিয়াল, পরধন লোভী ও প্রকৃতির লোক। উপরোক্ত সাক্ষীদ্বয় বলে মামলায় উল্লেখ করেন।

এছাড়াও জমি দকল করতে এখনও ভয়ভীতি হুমকি প্রদর্শন করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গন্যমান্য লোকজন একাধিকবার বিচার শালিস করিয়া দিলেও বিবাদীগন মুরব্বিদের কথা তোয়াক্কা করছেনা। বিষয়টি নিয়ে জখম, দাঙ্গা, হাঙ্গামা সহ আইন শৃংখলা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মামলার বাদী হাবিবুর রহমান উল্লেখ্য করেন। তাই এ বিষয়ে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ৮৩ বছরের বৃদ্ধ হাবিবুর রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিজের জমিতে ধান চাষে বাধাঁ ও হামলার চেষ্টা: থানায় অভিযোগ

আপডেট সময় ০৮:১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

ষ্টাফ রিপোর্টঃ  মৌলভীবাজারের আখাইলকুড়া ইউনিয়নের মৃত আ: সোবহান এর ছেলে হাবিবুর রহমান (৮৩) নিজের জমিতে ধান চাষে বাঁধা প্রদান ও তার উপর হামলার চেষ্টা করায় একই ইউনিয়নের মৃত মহদ্দর আলী উসমান উল্লাহ এর ছেলে জহির আলী (৫৫) ও অজ্ঞাতনামা আরও ৩/৪জনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার স্বাক্ষী আব্দুল খালিক (৬৪), পিতা-মৃত আয়ফর আলী ও আ: রহিম (৫২), পিতা-মৃত নরম, পশ্চিম বেকামুড়া,৫নং আখাইলকুড়া ইউপি, থানা ও জেলা মৌলভীবাজার।

দায়েরকৃত অভিযোগে হাবিবুর রহমান উল্লেখ্য করেন, গত ৯ আগস্ট বিকাল ৪টায় মৌলভীাজার সদর উপজেরার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের পশ্চিম বেখামুড়া গ্রামীনফোন কোম্পানীর টাওয়ার সংলগ্ন মৌলভীবাজার সদর, মৌজাঃ বেকামুড়া, খতিয়ান নং-৭১৯,৩০,৯৫,৪০৪,১১৩, ২৯৩.৩১ জে এল নং-৩২, দাগ নং-৫২,৫৩,৫২.৫৪,৫২,৫৫,৫৪,৫৩ সর্বমোট জায়গার পরিমান ৮৪ শতক সাইল ও বাড়ীর রকম নিজ নামের জমিতে চাষাবাদ করতে গেলে জহির আলীসহ অন্যান্যরা তাকে বাধাঁ প্রদান করেন। এবং দা, কুড়াল, লাঠি সোটা সহ দেশীয় অস্ত্র-সস্ত্র উপর হামলা করার চেষ্টা করেন। এসময় প্রতিবেশীরা এগিয়ে আসলে তিনি প্রাণে রক্ষা পান। বিবাদীগন অত্যান্ত খারাপ, জুলুমবাজ, দাঙ্গাবাজ, লাঠিয়াল, পরধন লোভী ও প্রকৃতির লোক। উপরোক্ত সাক্ষীদ্বয় বলে মামলায় উল্লেখ করেন।

এছাড়াও জমি দকল করতে এখনও ভয়ভীতি হুমকি প্রদর্শন করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গন্যমান্য লোকজন একাধিকবার বিচার শালিস করিয়া দিলেও বিবাদীগন মুরব্বিদের কথা তোয়াক্কা করছেনা। বিষয়টি নিয়ে জখম, দাঙ্গা, হাঙ্গামা সহ আইন শৃংখলা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মামলার বাদী হাবিবুর রহমান উল্লেখ্য করেন। তাই এ বিষয়ে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ৮৩ বছরের বৃদ্ধ হাবিবুর রহমান।