1. mrrahel7@gmail.com : Admin : Mahbubur Rahel
  2. samadpress96@gmail.com : Samad Ahmed : Samad Ahmed
নুসরাতের চোখে কে নায়ক আর কে খলনায়ক! | moulvibazar24.com
বুধবার, ১২ মে ২০২১, ০১:১৫ অপরাহ্ন

নুসরাতের চোখে কে নায়ক আর কে খলনায়ক!

  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের সংজ্ঞায় সংজ্ঞায়িত করলেও, অনেকেই তাতে প্রেমের রঙ লাগিয়েছে। কিন্তু এই নিয়ে স্পষ্ট করে কিছুই জানাননি যশ-নুসরাত। তার উপরে আবার যশ এখন বিজেপির তারকা প্রার্থী। অন্যদিকে, লোকসভা ভোট থেকে তৃণমূলের সঙ্গেই রয়েছেন নুসরাত। রাজ্য রাজনীতি যেখানে বিজেপি -তৃণমূলের কাদা ছোঁড়াছুঁড়িতে উত্তাল, সেখানে নিজেদেরকে একটু সময় দিতে ব্যস্ত এই জুটি। দু-জনের বন্ধুত্বে এতটুকু আঁচ ফেলতে পারেনি রাজনৈতিক বিভেদ।

তবে এবার গুজন উঠেছে যশের সঙ্গে এক ছাদের নীচে থাকতে শুরু করেছেন অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন নুসরাত। ছবিতে দেখা যাচ্ছে দু’টি টুথব্রাশ। তাও আবার পেস্ট লাগানো!

এ সংক্রান্ত আরোও নিউজ