ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নির্বাচিত হলে রাস্তাঘাট সংস্কার, শমসেরনগর বিমানবন্দর ও ঢাকা–শ্রীমঙ্গল স্পেশাল ট্রেন চালুর প্রতিশ্রুতি….প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে.. নাসের রহমান কৃষক কার্ড–ফ্যামেলি কার্ডের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করবে বিএনপি: এম নাসের রহমান এশিয়ার মধ্যে প্রথমবার ১৬ রূপে সরস্বতী পূজা* শ্রীমঙ্গলের লালবাগে ঐতিহাসিক অনুষ্ঠান জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গনভোট হ্যাঁ জয় যুক্ত করতে হবে… সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সকল সুবিধা এক জায়গায় নিয়ে আসতে চায় বিএনপি – এম নাসের রহমান মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থীর গণসংযোগ বাড়ির পাশে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান

পানি সংরক্ষণে সঠিক ব্যবহার নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • / ৭৪২ বার পড়া হয়েছে

সরকার ভূপৃষ্ঠের পানির যথাযথ ব্যবহার এবং ভূগর্ভ থেকে পানি উত্তোলন কমানোর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, পানির আরেক নাম জীবন, আমরা ভূ-পৃষ্ঠের পানির ব্যবহার বাড়ানো এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর পরিকল্পনা নিয়েছি, সবাইকে এই বিষয়টির দিকে নজর দিতে হবে।

সোমবার (৪ এপ্রিল) ২০২২ সালের বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ মন্ত্রণালয় শহরের গ্রিন রোডের পানি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে এবং প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগদান করেন।

এবারের দিবসের প্রতিপাদ্য ‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে দুই বিলিয়ন মানুষ নিরাপদ পানীয় জলের সমস্যায় ভুগছে।

তিনি বলেন, যদি আমরা এই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের দেশের মানুষের কোন দুর্ভোগ থাকবে না। এবং আমরা বিশ্বে নিরাপদ পানি সরবরাহ করতে পারব।এটা মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে নদী থেকে পানি পরিশোধন করে সরবরাহ শুরু করেছে।এমনকি জেলা পর্যায়েও ভূগর্ভস্থ পানি সংরক্ষণের জন্য সরকার নদী থেকে পানি পরিশোধন করে সরবরাহ করছে।

শেখ হাসিনা বলেন, আমরা ভূগর্ভস্থ পানির ব্যবহার সীমিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে সরকার ড্রেজিংয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে যা শুধু নাব্যতাই বাড়াবে না, নৌপথও মসৃণ করবে।

এসময় তিনি কোনো উন্নয়ন প্রকল্পে পানি প্রবাহে যাতে কোনো বাধা না থাকে তা নিশ্চিত করতে বলেন।তিনি বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারে আমাদের বিশেষ জোর দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত ব্যবহার করলে দেশে ভূমিকম্পের ঝুাকি বাড়বে। শেখ হাসিনা বলেন, অপরিকল্পিত ও নির্বিচারে বাঁধ নির্মাণে বাধা দিতে হবে।

তিনি বলেন, বন্যার মৌসুমে পানি সংরক্ষণের ক্ষমতা বজায় রাখতে হবে।বন্যার সঙ্গে  আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে, বন্যার সঙ্গে বাঁচার প্রক্রিয়া শিখতে হবে।

তিনি সরবরাহকৃত পানি ব্যবহারে মিতব্যয়িতা বজায় রাখতে এবং যেকোনো কাজে পানির অপব্যবহার বন্ধের আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, এই অমূল্য সম্পদকে বাঁচাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণ করতে সবাইকে সতর্ক থাকতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পানি সংরক্ষণে সঠিক ব্যবহার নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২

সরকার ভূপৃষ্ঠের পানির যথাযথ ব্যবহার এবং ভূগর্ভ থেকে পানি উত্তোলন কমানোর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, পানির আরেক নাম জীবন, আমরা ভূ-পৃষ্ঠের পানির ব্যবহার বাড়ানো এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর পরিকল্পনা নিয়েছি, সবাইকে এই বিষয়টির দিকে নজর দিতে হবে।

সোমবার (৪ এপ্রিল) ২০২২ সালের বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ মন্ত্রণালয় শহরের গ্রিন রোডের পানি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে এবং প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগদান করেন।

এবারের দিবসের প্রতিপাদ্য ‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে দুই বিলিয়ন মানুষ নিরাপদ পানীয় জলের সমস্যায় ভুগছে।

তিনি বলেন, যদি আমরা এই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের দেশের মানুষের কোন দুর্ভোগ থাকবে না। এবং আমরা বিশ্বে নিরাপদ পানি সরবরাহ করতে পারব।এটা মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে নদী থেকে পানি পরিশোধন করে সরবরাহ শুরু করেছে।এমনকি জেলা পর্যায়েও ভূগর্ভস্থ পানি সংরক্ষণের জন্য সরকার নদী থেকে পানি পরিশোধন করে সরবরাহ করছে।

শেখ হাসিনা বলেন, আমরা ভূগর্ভস্থ পানির ব্যবহার সীমিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে সরকার ড্রেজিংয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে যা শুধু নাব্যতাই বাড়াবে না, নৌপথও মসৃণ করবে।

এসময় তিনি কোনো উন্নয়ন প্রকল্পে পানি প্রবাহে যাতে কোনো বাধা না থাকে তা নিশ্চিত করতে বলেন।তিনি বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারে আমাদের বিশেষ জোর দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত ব্যবহার করলে দেশে ভূমিকম্পের ঝুাকি বাড়বে। শেখ হাসিনা বলেন, অপরিকল্পিত ও নির্বিচারে বাঁধ নির্মাণে বাধা দিতে হবে।

তিনি বলেন, বন্যার মৌসুমে পানি সংরক্ষণের ক্ষমতা বজায় রাখতে হবে।বন্যার সঙ্গে  আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে, বন্যার সঙ্গে বাঁচার প্রক্রিয়া শিখতে হবে।

তিনি সরবরাহকৃত পানি ব্যবহারে মিতব্যয়িতা বজায় রাখতে এবং যেকোনো কাজে পানির অপব্যবহার বন্ধের আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, এই অমূল্য সম্পদকে বাঁচাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণ করতে সবাইকে সতর্ক থাকতে হবে।