পাপিয়াকে ছয় মাসের জামিন

- আপডেট সময় ০৮:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৪৫৭ বার পড়া হয়েছে

জ্ঞাত আয় বহির্ভূত মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ মামলায় তার বিরুদ্ধে ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম বুদু, আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।
জামিনের বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে বলেন, ‘তাকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।’
এ আদেশের বিরুদ্ধে আপিলের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানিয়েছি, দুদক থেকে সিদ্ধান্ত হলে আপিলে আবেদন করা হবে।’ `
২০২০ সালের ৪ আগস্ট ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
