ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আ.লীগ নিষিদ্ধের একদফা দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ আ.লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সাবেক মেয়র আইভী গ্রেপ্তার ভারতের ১৫ টি শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান শ্রীমঙ্গল কলার বাজার থেকে বিষধর পিট ভাইপার সাপ উদ্ধার মৌলভীবাজার সীমান্তে পুশ ইন বাড়তি নজরদারি আইজিপির নির্দেশের পর সতর্কাবস্থানে মৌলভীবাজারসহ সিলেটের চার পুলিশ সুপার মজলিসে সাক্বাফাতুল ইসলামী কাতারের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নিলাম কেন্দ্রে বছরের প্রথম চা নিলাম অনুষ্টিত

পুলিশের ওপর হামলায় আটক – ৪

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ৬২৪ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে মো. শহিদ মিয়া নামে আটক এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

 

সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার ভাটেরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। শহিদ মিয়া ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

 

এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ওই ইউনিয়নের কলিমাবাদ গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হেলন মিয়ার ছেলে খলিল মিয়া (১৮), জিমুল মিয়া (১৮), রুমন মিয়া (৩১) ও ইমন মিয়া (২৯)।

থানা সূত্রে জানা গেছে, শহিদ মিয়ার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ভাটেরা রাবার বাগান এলাকায় শহিদ মিয়াকে আটক করতে গেলে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় তাদের হামলায় থানার উপপরিদর্শক (এসআই) মো. ছাদেক মিয়া আহত হন। পরে তিনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতেই কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে পুলিশের একটি দল ভাটেরার কলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে।

ওসি মো. গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি শহিদ মিয়াসহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পুলিশের ওপর হামলায় আটক – ৪

আপডেট সময় ০৭:৩৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

কুলাউড়া প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে মো. শহিদ মিয়া নামে আটক এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

 

সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার ভাটেরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। শহিদ মিয়া ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

 

এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ওই ইউনিয়নের কলিমাবাদ গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হেলন মিয়ার ছেলে খলিল মিয়া (১৮), জিমুল মিয়া (১৮), রুমন মিয়া (৩১) ও ইমন মিয়া (২৯)।

থানা সূত্রে জানা গেছে, শহিদ মিয়ার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ভাটেরা রাবার বাগান এলাকায় শহিদ মিয়াকে আটক করতে গেলে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় তাদের হামলায় থানার উপপরিদর্শক (এসআই) মো. ছাদেক মিয়া আহত হন। পরে তিনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতেই কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে পুলিশের একটি দল ভাটেরার কলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে।

ওসি মো. গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি শহিদ মিয়াসহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।