পুলিশ সুপার বিদায়
- আপডেট সময় ০৮:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) মহোদয়ের মৌলভীবাজার জেলা থেকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানা ও ইউনিটের অফিসার ইনচার্জগণ, সিভিল স্টাফসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোহাম্মদ সারোআর আলমের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের সদস্যগণ বিদায়ী পুলিশ সুপার স্যারের সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারন করেন এবং জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্যারের ভূমিকা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
সকলে স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্যারের নতুন কর্মস্থল ও পরিবারের প্রতি শুভকামনা জানান।
বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) মহোদয় তার বক্তব্যে মৌলভীবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্য এবং মৌলভীবাজার জেলার সকল সম্মানিত নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ”আমি পুলিশ সুপার হিসেবে এই স্বল্প সময়ে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। আপনাদের সহযোগিতার কারণেই আমি এক বছরের বেশি সময় কাজ করতে পেরেছি। আমি প্রত্যাশা করব আমার পর যে পুলিশ সুপারই এই জেলায় আসবেন আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন। পুলিশিং বিষয়টাই টিমওয়ার্ক, সবাই মিলে কাজ করলেই একটা ভালো ফলাফল পাওয়া যায়।”
বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের একটি সুসজ্জিত দল বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। সালামি গ্রহণ শেষে তিনি অফিসে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, সকল থানা ও ইউনিটের ইনচার্জবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।