ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গল ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএস মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করলো বিএসএফ  আসামিকে জামিনের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রে/ফ/তা/র ইউএনডিপির স্টোরি টেলিং অ্যাওয়ার্ড জিতলেন মৌলভীবাজারের সিপন দেব গ্রীন মৌলভীবাজার গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি ATN বাংলা ইউকে প্রতিদিন হলেন মৌলভীবাজার শাওন মৌলভীবাজার সড়ক দু/র্ঘ/ট/না/য় পৌরসভার কর্মচারী নি/হ/ত ৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারের পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথমস্থান অর্জন করেছে জুড়ীর ছেলে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের নতুন নেতৃত্বে পারভেজ ও সুমন ৩৬ দিন ব্যাপি নানা কর্মসূচী মৌলভীবাজার প্রেসক্লাবে জুলাই বিপ্লবের স্থির চিত্র প্রদর্শনীর উদ্বোধন

প্রতারণায় অভিযুক্ত শ্রাবন্তী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • / ৩৮৫ বার পড়া হয়েছে

ওপার বাংলার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যিনি সামাজিক মাধ্যমে বরাবরই ট্রোলের পাত্রী। নায়িকার তিনটা বিয়ে এবং একাধিক প্রেমের প্রসঙ্গ টেনে হামেশাই ব্যঙ্গ-বিদ্রুপ করেন নেটগেরিকরা। সেই শ্রাবন্তীর নামে আবার সম্প্রতি উঠেছে প্রতারণার অভিযোগ।

শনিবার রাতে আচমকাই ফেসবুকে সেই অভিযোগ নিয়ে শ্রাবন্তীর সাফাই! জানালেন, ‘তিনি নির্দোষ’। যা রটছে তা সত্যি নয়, তাকে নাকি ‘ঠকানো’ হয়েছে। কী নিয়ে এই সাফাই-বিবৃতি নায়িকার? সরাসরি মুখ না খুললেও বুঝতে অসুবিধা হয়নি যে, জিম কাণ্ড নিয়েই নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।

শ্রাবন্তী লেখেন, ‘আমি জানতে পেরেছি আমার বিরুদ্ধে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ সামনে এসেছে। বলা হয়েছে আমি অসৎ কাজে যুক্ত। আমি এমন কোনো কাজে জড়িত নই। বরং আমি নিজেই আর্থিক প্রতারণার শিকার। দেশের আইন ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি নিশ্চিত সত্যিটা সামনে আসবেই। ধন্যবাদ।’

কী ঘটেছে?

২০২০ সালের নভেম্বর মাসে মধ্যমগ্রামের স্টার মলে একটি জিম খুলেছিলেন শ্রাবন্তী। সেই সাধের জিম ঘিরেই নতুন বিতর্কে নায়িকা। ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামক সেই জিমের সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রচারও সেরেছিলেন শ্রাবন্তী। উদ্বোধনের দিন হাজিরও ছিলেন।

জানা যায়, আনোয়ার, অভিষেক, সৌম্য নামের তিন ব্যক্তির সঙ্গে এই জিম খুলেছিলেন শ্রাবন্তী। চলতি বছর হোলির পর কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় সেই জিম। এতেই বিপাকে পড়েন জিম ট্রেনিরা। বছরের শুরুতেই একদফায় সাড়ে সাত হাজার টাকা দিয়ে মিলেছিল অ্যাডমিশন।

এখানেই শেষ নয়, জিমে যোগ দেওয়ার পর পার্সোনাল ট্রেনারের ফি বাবদ আরও চার হাজার টাকা চোকাতে হয়েছিল জিমের ট্রেনিদের। শতচেষ্টা করেও জিম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে না পেরে মধ্যমগ্রাম থানায় অভিযোগ করেন গ্রাহকরা। তা নিয়েই যাবতীয় বিতর্ক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রতারণায় অভিযুক্ত শ্রাবন্তী

আপডেট সময় ০৫:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

ওপার বাংলার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যিনি সামাজিক মাধ্যমে বরাবরই ট্রোলের পাত্রী। নায়িকার তিনটা বিয়ে এবং একাধিক প্রেমের প্রসঙ্গ টেনে হামেশাই ব্যঙ্গ-বিদ্রুপ করেন নেটগেরিকরা। সেই শ্রাবন্তীর নামে আবার সম্প্রতি উঠেছে প্রতারণার অভিযোগ।

শনিবার রাতে আচমকাই ফেসবুকে সেই অভিযোগ নিয়ে শ্রাবন্তীর সাফাই! জানালেন, ‘তিনি নির্দোষ’। যা রটছে তা সত্যি নয়, তাকে নাকি ‘ঠকানো’ হয়েছে। কী নিয়ে এই সাফাই-বিবৃতি নায়িকার? সরাসরি মুখ না খুললেও বুঝতে অসুবিধা হয়নি যে, জিম কাণ্ড নিয়েই নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।

শ্রাবন্তী লেখেন, ‘আমি জানতে পেরেছি আমার বিরুদ্ধে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ সামনে এসেছে। বলা হয়েছে আমি অসৎ কাজে যুক্ত। আমি এমন কোনো কাজে জড়িত নই। বরং আমি নিজেই আর্থিক প্রতারণার শিকার। দেশের আইন ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি নিশ্চিত সত্যিটা সামনে আসবেই। ধন্যবাদ।’

কী ঘটেছে?

২০২০ সালের নভেম্বর মাসে মধ্যমগ্রামের স্টার মলে একটি জিম খুলেছিলেন শ্রাবন্তী। সেই সাধের জিম ঘিরেই নতুন বিতর্কে নায়িকা। ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামক সেই জিমের সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রচারও সেরেছিলেন শ্রাবন্তী। উদ্বোধনের দিন হাজিরও ছিলেন।

জানা যায়, আনোয়ার, অভিষেক, সৌম্য নামের তিন ব্যক্তির সঙ্গে এই জিম খুলেছিলেন শ্রাবন্তী। চলতি বছর হোলির পর কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় সেই জিম। এতেই বিপাকে পড়েন জিম ট্রেনিরা। বছরের শুরুতেই একদফায় সাড়ে সাত হাজার টাকা দিয়ে মিলেছিল অ্যাডমিশন।

এখানেই শেষ নয়, জিমে যোগ দেওয়ার পর পার্সোনাল ট্রেনারের ফি বাবদ আরও চার হাজার টাকা চোকাতে হয়েছিল জিমের ট্রেনিদের। শতচেষ্টা করেও জিম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে না পেরে মধ্যমগ্রাম থানায় অভিযোগ করেন গ্রাহকরা। তা নিয়েই যাবতীয় বিতর্ক।