ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মৌলভীবাজারের অঞ্জলী
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০২:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ৮৮১ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দল।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে গণভবনে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে শাড়ি দেখান শাড়িগুলোর কারিগর মৌলভীবাজারের অঞ্জলী দেবী। এরপর প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে তৈরি প্রথম শাড়িটির তাঁতশিল্পী রাধাবতী দেবীর হাত ধরে তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে নিয়ে যান। সেখানে তিনি সবার সঙ্গে ছবি তোলেন।
পরে প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলটির সবাইকে উপহার দেন।
ট্যাগস :