প্রধানমন্ত্রী শক্তহাতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন…… পরিবেশমন্ত্রী
- আপডেট সময় ১১:৪১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ৩৯৪ বার পড়া হয়েছে
সিরাজুল ইসলাম: রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনীতিতে এক বিরুপ প্রভাব দেখা দিয়েছে।তার ই ধারাবাহিকতায় বাংলাদেশে ও এর প্রভাব কিছুটা পড়েছে।জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তার সহিত মোকাবেলা করে দেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছেন।বড়লেখা উপজেলার চাইতে জুড়ী উপজেলায় বেশি উন্নয়ন হচ্ছে।একটি পৌরসভা সহ বড়লেখায় ১৩ টি ইউনিয়ন। আর জুড়ীতে মাত্র ৬ টি ইউনিয়ন। ইতিমধ্যে সরকার সমানহারে জুড়ীতে ১০০ কোটি টাকা বড়লেখায় ১০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে।জুড়ী ফুলতলা সড়কের বটুলী পর্যন্ত ৮০ কোটির কাজ আগামী ডিসেম্বর শেষ হবে।জুড়ী গোয়ালবাড়ী রাম্তায় ৩৮ কোটি টাকার কাজ শেষ হয়েছে।সরকার উন্নয়ন করছে না এ কথা বলা যাবেনা।
জুড়ী বাজারের টেন্ডার শেষ করে ঠিকাদার কাজ শুরু করেছে।কাজ বন্ধ রাখলে আপনারা এলাকাবাসী দেখবেন।কেনো দ্রুত কাজ শেষ করছে না এটা দেখার দায়িত্ব আপনাদের ও আছে।আপনারা কথা বলেন।জেলা পরিষদে কথা বলে আমাদের কে জানাবেন।আমরা প্রয়োজনীয় বঢবস্হা গ্রহণ করবো।নির্বাচন আসন্ন।বিভিন্ন রকমের ষড়যন্ত্র হবে।দলীয় নেতাকর্মী সজাগ থাকতে হবে।আপনারা সরকারের উন্নয়ন কর্মকান্ড মানুষের কাছে পৌছে দিতে হবে।কথাগুলো আজ মৌলভীবাজারের জুড়ীতে সামাজিক সম্প্রীতি কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
বুধবার(২৪ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের জনমিলন কেন্দ্রে এক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব সহকারি কমিশনার(ভূমি) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কমিটির সদস্য মোঃ মাসুক মিয়া,ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা মোঃ আং নুর,উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু,সাগরনার ফুলতলা শাহ নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, নয়াবাজার আহমদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাঃ মোঃ লিয়াকত আলী খান,জুড়ী জামে মসজিদের খতিব মাঃ নজরুল ইসলাম, উপজেলা চত্তর জামে মসজিদের খতিব হাঃ জহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল খালিক,উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সাজু, পুরোহিত ও জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নৃপেন্দ্র চক্রবর্তী, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল।সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম আরিফ বিল্লাল।
সভা শেষে প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের অনুকুলে ক্রীড়া সামগ্রী ও এডিপি এর অর্থায়নে শিক্ষা প্রতিষ্টানের স্কাউটসদের মধ্যে ড্রাম সেট এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে এককালিন অনুদানের চেক বিতরণ করেন।
সভা শেষ করে মন্ত্রী সারাদেশে চলমান চা শ্রমিকদের আন্দোলনরত জুড়ী – বড়লেখা সড়কে অবস্হানরত শ্রমিক অবরোধে উপস্হিত হয়ে আগামী তিনদিনের মধ্যে প্রধানমন্ত্রী বিষয়টি সমাধান করে দিবেন বলে ঘোষণা দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
বিকাল ২ টায় জুড়ী বড় মসজিদ রোডে উপজেলা আওয়ামীলীগের দলীয় নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, যুগ্ম সম্পাদক রিংকু রন্জন দাশ।এ সময় উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।সভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন জুড়ী মডেল কেয়ার টেকার মাওঃ মোঃ তাজ উদ্দিন। মন্ত্রী সভা শেষ করে সদ্য প্রয়াত উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্বা বদরুল হোসেন এর কবর জিয়ারত করেন।