ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ,ছাত্রলীগের ৯ নেতা বহিস্কার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / ৬৪৫ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ছয় ও চট্টগ্রাম ছাত্রলীগের ৩ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজিদ খান, আশুগঞ্জের তালশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ সোহান, আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুরকান আহম্মেদ, আখাউড়া পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি রবিন খান, কসবার গোপীনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নাজমুল সরকার ও সরাইল উপজেলা ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দিন খান।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাস সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবিসংবলিত পোস্টার, সংবাদ কার্ড শেয়ার করে কেউ শোক প্রকাশ করেছেন। কেউ কেউ তাঁর মাগফিরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান। দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনার দিন রাতে তাঁরা নিজ নিজ ফেসবুকে পোস্টগুলো দেন। কিছুক্ষণ পর তাঁরা আবার সেই পোস্ট মুছে ফেলেন।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা বাইজিদ খান বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর দুই ঘণ্টা আগে আমার ফেসবুক আইডি হ্যাক হয়। আড়াই থেকে তিন ঘণ্টা পর ফেসবুক আইডি ফিরে পাই। ফেসবুকে ঢুকে এই পোস্ট দেখে সঙ্গে সঙ্গেই তা মুছে ফেলি।’

আরেক ছাত্রলীগ নেতা ফুরকান আহম্মেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ছিলাম। তাঁর (সাঈদী) মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিকভাবে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি। পরে মুছে ফেলেছি। মৃত্যুর সংবাদ শুনে পোস্ট দিয়েছি। এখন রাজনৈতিকভাবে বেকায়দায় পড়ে গেছি।’

জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন বলেন, ছাত্রলীগের ওই নেতারা সংগঠনের আদর্শবিরোধী কাজ করেছেন। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে ছাত্রলীগের নীতি ও আদর্শের পরিপন্থী কাজ করেছেন। অবশ্য পরে তাঁরা এসব পোস্ট মুছে ফেলেন।

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রশংসা করে ফেসবুকে পোস্ট দেয়ায় ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া তিনজন হলেন- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গাজী আমজাদ, আরেক সহ-সভাপতি মো. তাউসিফ ও উপদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।

উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী এই তিন নেতাকে সাময়িক অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনে নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই। সম্প্রতি নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গাজী আমজাদ, মো. তাউসিফ ও আব্দুল্লাহ আল মাসুমকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো। একইসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কাছে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হলো।

এই বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দীন বলেন, ‘আমি সবগুলো ইউনিটকে তাদের বাছাই করে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছি। এখন পর্যন্ত তিনজনকে বহিষ্কার করা হয়েছে৷ আরও কেউ আছে কি না, সেটারও তদন্ত চলছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফেসবুকে সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ,ছাত্রলীগের ৯ নেতা বহিস্কার

আপডেট সময় ০৩:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ছয় ও চট্টগ্রাম ছাত্রলীগের ৩ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজিদ খান, আশুগঞ্জের তালশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ সোহান, আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুরকান আহম্মেদ, আখাউড়া পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি রবিন খান, কসবার গোপীনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নাজমুল সরকার ও সরাইল উপজেলা ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দিন খান।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাস সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবিসংবলিত পোস্টার, সংবাদ কার্ড শেয়ার করে কেউ শোক প্রকাশ করেছেন। কেউ কেউ তাঁর মাগফিরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান। দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনার দিন রাতে তাঁরা নিজ নিজ ফেসবুকে পোস্টগুলো দেন। কিছুক্ষণ পর তাঁরা আবার সেই পোস্ট মুছে ফেলেন।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা বাইজিদ খান বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর দুই ঘণ্টা আগে আমার ফেসবুক আইডি হ্যাক হয়। আড়াই থেকে তিন ঘণ্টা পর ফেসবুক আইডি ফিরে পাই। ফেসবুকে ঢুকে এই পোস্ট দেখে সঙ্গে সঙ্গেই তা মুছে ফেলি।’

আরেক ছাত্রলীগ নেতা ফুরকান আহম্মেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ছিলাম। তাঁর (সাঈদী) মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিকভাবে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি। পরে মুছে ফেলেছি। মৃত্যুর সংবাদ শুনে পোস্ট দিয়েছি। এখন রাজনৈতিকভাবে বেকায়দায় পড়ে গেছি।’

জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন বলেন, ছাত্রলীগের ওই নেতারা সংগঠনের আদর্শবিরোধী কাজ করেছেন। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে ছাত্রলীগের নীতি ও আদর্শের পরিপন্থী কাজ করেছেন। অবশ্য পরে তাঁরা এসব পোস্ট মুছে ফেলেন।

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রশংসা করে ফেসবুকে পোস্ট দেয়ায় ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া তিনজন হলেন- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গাজী আমজাদ, আরেক সহ-সভাপতি মো. তাউসিফ ও উপদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।

উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী এই তিন নেতাকে সাময়িক অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনে নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই। সম্প্রতি নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গাজী আমজাদ, মো. তাউসিফ ও আব্দুল্লাহ আল মাসুমকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো। একইসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কাছে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হলো।

এই বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দীন বলেন, ‘আমি সবগুলো ইউনিটকে তাদের বাছাই করে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছি। এখন পর্যন্ত তিনজনকে বহিষ্কার করা হয়েছে৷ আরও কেউ আছে কি না, সেটারও তদন্ত চলছে।’