ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সকল সুবিধা এক জায়গায় নিয়ে আসতে চায় বিএনপি – এম নাসের রহমান
- আপডেট সময় ০৫:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ০ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সকল সুবিধা এক জায়গায় নিয়ে আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার -৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী এম নাসের রহমান।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নে ৬, ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি বিএনপির এ পরিকল্পনার কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে নাসের রহমান বলেন, ‘সরকারের অনেক প্রজেক্ট আছে। কিন্তু সেগুলো সমন্বিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা এই সুবিধাগুলো এক জায়গায় আনতে চাই।
বৈঠকে আরও বক্তব্য দেন – মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু,সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউর রহসান শফি,মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. বদরুল আলম,জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমেদসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।


















